IPL ট্রফি হাতছাড়া হলেও হার্দিকের মুকুটে নয়া পালক, বিখ্যাত গাড়ি সংস্থার নতুন মুখ হলেন তিনি

ভারতের মাইক্রো এসইউভি বাজারকে মাতিয়ে দিতে এবার পা রাখতে চলেছে Hyundai Exter। আগামী ১০ই জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে এই ছোট চেহারার এসইউভি গাড়ি। এমনিতেই দেশবাসীর মনে হুন্ডাই এক্সটার নিয়ে উদ্দীপনার শেষ নেই। যেদিন থেকে হুন্ডাই মোটর ইন্ডিয়ার তরফে এই গাড়িটির টিজার প্রকাশ করা হয়েছে সেই দিন থেকেই উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। এবার সেই উত্তেজনায় ঘি ঢালতে আরো এক বড়সড় চমক নিয়ে এলো দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। Hyundai Exter এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হলো গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন তথা ভারতীয় ক্রিকেটের ইয়ুথ আইকন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)-কে।

Hyundai Exter এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্দিক পাণ্ড্য

আজ, সোমবারই এই সংক্রান্ত ঘোষণা করা হয় এই সংস্থার তরফে। বিগত দিনে বিভিন্ন সংস্থা তাদের গাড়ি কিংবা বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিনোদন জগতের তারকাদের পাশাপাশি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আইকনদেরও পছন্দ করে এসেছে। Hyundai এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউডের বাদশা শাহরুখ খান চুক্তিবদ্ধ থাকলেও শুধুমাত্র এই নতুন গাড়িটির কথা ভেবেই হার্দিক পাণ্ড্যর সঙ্গে জোট বেঁধেছে সংস্থা।

আগামী ১০ই জুলাই লঞ্চ হওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হুন্ডাইয়ের ডিলাররা গাড়িটির আগাম বুকিং নেওয়া শুরু করে দিয়েছেন। EX, S, SX, SX(O) এবং টপ মডেল SX(O) Connect এই পাঁচটি ভ্যারিয়েন্টে মিলবে হুন্ডাই এক্সটার। নতুন এই মাইক্রো এসইউভি সেগমেন্টের গাড়িটি মূলত যুব সমাজের কথা ভেবেই লঞ্চ করতে চলেছে হুন্ডাই। আর এই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম স্থির করেছে তারা।

এই প্রসঙ্গে সংস্থার অধিকর্তা তরুণ গর্গ বলেন, “হুন্ডাই এক্সটার এর পিছনে যে প্রতিচ্ছবি কল্পনা করেছি আমরা তাকে বাস্তবায়িত করতে ভারতের বর্তমান দিনের ক্রিকেট জগতের সফল মুখ হার্দিক পান্ডিয়া ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারিনি আমরা।”

Hyundai Exter: ফিচার্স

প্রসঙ্গত হুন্ডাই এক্সটার লঞ্চ করার আগে বিভিন্ন সময়ে ভারতের রাস্তায় এটির টেস্ট ড্রাইভ সম্পন্ন হয়েছে। মাঝেমধ্যেই প্রকাশ পাচ্ছে টিজার। যা থেকে গাড়িটির বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আগাম ধারণা পাওয়া গিয়েছে। এর মধ্যে অন্যতম ডুয়েল ক্যামেরা সহ ড্যাশ ক্যাম এবং স্মার্ট ইলেকট্রিক সানরুফ। এই সানরুফ খোলা এবং বন্ধ হবে ভয়েস কম্যান্ডের মাধ্যমে। এটি নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। তবে এমন অ্যাডভান্সড ফিচার কেবলমাত্র টপ মডেল এই দেখতে পাওয়া যাবে।

অন্যদিকে এই গাড়িটির সঙ্গে থাকছে ড্যাশক্যাম ফিচার, যার সাথে ৫.৮৪ সেন্টিমিটারের একটি এলসিডি ডিসপ্লে লাগানো রয়েছে। এছাড়াও স্মার্টফোনের সংযুক্তিকরণ, বিভিন্ন ধরনের রেকর্ডিং মোড, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ব্যবস্থা থাকবে এতে। রেকর্ডিং করার জন্য ড্রাইভিং (নরমাল), ইভেন্ট (সেফটি) এবং ভ্যাকেশন (টাইমল্যাপস) এই তিন ধরনের মোড উপলব্ধ রয়েছে।

Hyundai Exter: ইঞ্জিন পারফরম্যান্স

সর্বোপরি হুন্ডাই এক্সটারকে এগিয়ে চলার শক্তি প্রদান করে ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। আবার সিএনজির ভ্যারিয়েন্টেও মিলবে এটি। পেট্রোল মোডে এই ইঞ্জিন থেকে যথাক্রমে ৮২ বিএইচপি এবং ১১৪ এনএম আউটপুট মিলবে। তবে সিএনজি মোডে পাওয়ার ও টর্ক খানিকটা কমে আসবে। ট্র্যান্সমিশন সিস্টেম হিসেবে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং ফাইভ স্পিড অটোমেটিক বিকল্প দেওয়া হয়েছে। যদিও সিএনজিতে কেবলমাত্র ম্যানুয়াল গিয়ারবক্স দেখতে পাওয়া যাবে।