বাম্পার ডিসকাউন্টে OnePlus 11 5G, 11R 5G ও 10 Pro 5G, কোনটা সবচেয়ে সস্তা দেখে নিন

Amazon Great Summer ও Fipkart Big Saving Days Sale-এ বাম্পার অফারে OnePlus স্মার্টফোন

গতকাল থেকে শুরু হয়েছে Amazon Great Summer Sale ও Flipkart Big Saving Days Sale। আলোচ্য দুটি সেলে কোন কোন প্রোডাক্টের সাথে কি অফার মিলছে সেই সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানিয়েছি আপনাদের। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় বাজারের অন্যতম প্রিমিয়াম ব্র্যান্ড OnePlus -এর লঞ্চ করা কয়েকটি লেটেস্ট স্মার্টফোনকে উক্ত সেল দুটিতে বিশাল ছাড়ের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় – OnePlus 11 5G, OnePlus 11R 5G এবং OnePlus 10 Pro 5G মডেলগুলি সামিল রয়েছে। এগুলির সাথে এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক কার্ড অফারের সুবিধাও উপলব্ধ।

Amazon Great Summer এবং Fipkart Big Saving Days Sale থেকে সস্তায় কিনুন OnePlus স্মার্টফোন

OnePlus 11 5G : ওয়ানপ্লাসের অন্যতম একটি শক্তিশালী স্মার্টফোন এটি, যার দাম ভারতে ৫৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে আপনারা যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডহোল্ডার হয়ে থাকেন তবে ধার্য মূল্যের উপর আরও ১,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। আবার পুরোনো ফোন আপগ্রেড করলে মিলবে ভারী এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও।

ফিচার – ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস ১১ ৫জি স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩২১৬x১৪৪০ পিক্সেল) ১০ বিট এলটিপিও ৩.০ Samsung E4 AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রনো ৭৪০ জিপিইউ এবং লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ওয়ানপ্লাসের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১১৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত আল্ট্রা-ওয়াইড লেন্স ও অটোফোকাস সমর্থিত ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 সেকেন্ডারি সেন্সর, এবং ২এক্স টেলিফোটো লেন্স যুক্ত ৩২ মেগাপিক্সেল Sony IMX709 RGBW টারশিয়ারি সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

OnePlus 11R 5G : গত ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা রাখা হয়। আর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটির দাম থাকছে ৪৪,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্ট ও অ্যামাজন সেল চলাকালীন ফোনটির উভয় ভ্যারিয়েন্টকেই ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফারের সাথে বিক্রি করা হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে ফোনটি আরও সস্তায় পকেটস্থ করা যাবে।

ফিচার – ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪-ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৭৭২×১২৪০ পিক্সেল) কার্ভড ১০ বিট AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ থাকছে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল OV08D10 সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো OV02B10 সেন্সর। এদিক, ফোনটির ডিসপ্লের উপরিভাগে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। ওয়ানপ্লাস ১১আর ফোনে ১০০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে ডিভাইসকে ফুল চার্জ করতে সক্ষম।

OnePlus 10 Pro 5G : ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি স্মার্টফোনের সাথেও ফ্লিপকার্ট ও অ্যামাজন সেলে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিভাইসটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৬৬,৯৯৯ টাকা। কিন্তু সেলে এটিকে ডিসকাউন্ট ও অফার সহ ৫৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার উচ্চতর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে এখন ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস সমেত ৬০,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

ফিচার – ডুয়েল সিমের ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে দেখা যাবে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল) এলটিপিও ২.০ ফ্লুইড AMOLED ডিসপ্লে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ কাস্টম স্কিন দ্বারা চালিত। তদুপরি, ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL J1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS ও ৩.৩এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আবার ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা উপস্থিত। ওয়ানপ্লাসের এই ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক এবং ৫০ ওয়াট এয়ারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে। এই ফোন রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।