Moto G 5G (2022) ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বড় ডিসপ্লে, ফাঁস রেন্ডার

কয়েক সপ্তাহ আগে শোনা যায় Motorola মিড রেঞ্জে Moto G 5G নামে একটি ফোন বাজারে আনতে চলেছে।এই ফোনের কোডনেম ‘Austin’ এবং এতে মিডিয়াটেক চিপ ব্যবহার করা হবে। উল্লেখ্য গত বছর লঞ্চ হওয়া Moto G 5G (2021) ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। যাইহোক, লঞ্চের আগে এখন Moto G 5G (2022) ফোনের রেন্ডার সহ ফিচার সামনে এসেছে। পাশাপাশি জানা গেছে, এই ফোনের মডেল নম্বর হল XT2213।

Moto G 5G (2022) ফোনের রেন্ডার প্রকাশ্যে এল

টিপস্টার, Steve Hemmerstoffer সম্প্রতি মোটোরলা মোটো জি ৫জি (২০২২) ফোনের সিএডি (CAD) রেন্ডার শেয়ার করেছেন। ফোনটি ৬.৬ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। আবার এর পরিমাপ থাকবে ১৬৫.৪ x ৭৫.৮ x ৯.৩মিমি। এই ফোনের ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। ফটোগ্রাফির জন্য মোটো জি ৫জি (২০২২) এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ও কোম্পানির লোগো দেখা গেছে।

এছাড়া ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে একটি মাইক্রোফোন এবং ডান পাশে উপস্থিত ভলিউম রকার ও পাওয়ার বাটন কী। আবার Moto G 5G (2022) ফোনের নিন্মাংশে ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। ফোনটির বাম দিকে সিম স্লট দেখা গেছে।

Moto G 5G (2022) এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, মোটো জি ৫জি (২০২২) ফোনে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি অজ্ঞাত মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে। আবার ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

আগেই বলেছি এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যেতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।