বিশ্বের এই দশটি দেশে সবচেয়ে ব্যয়বহুল এবং সস্তা ১ জিবি ডেটা, আমাদের ভারত রয়েছে কোন তালিকায়?

ইন্টারনেট বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মাকড়সার জালের মতই অন্তর্জালে আমরা এমনভাবে জড়িয়ে গিয়েছি যে এখন হাজার চাইলেও এর থেকে বেরিয়ে আসা একেবারেই অসম্ভব! যদিও এই অত্যাশ্চর্য জিনিসটি অনেক কঠিন কাজকে সহজ করে দিয়ে মানবজীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আর চলতি সময়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ হওয়ায় উচ্চ, নিম্ন, কিংবা মধ্যবিত্ত – সকল শ্রেণীর মানুষই এখন ব্যাপকভাবে এর ব্যবহার করে থাকেন।

সেক্ষেত্রে ভারতে প্রতি মাসে রোজ ১ জিবি ডেটা পেতে গেলে ব্যবহারকারীদের মোটামুটি ২০০ টাকার আশেপাশে রিচার্জ করতে হয়। এছাড়া থাকে বিভিন্ন সস্তা ডেটা ভাউচার ব্যবহারের সুযোগও। ফলে সারা মাসে এত কম খরচে রোজ ১ জিবি ডেটা পাওয়া যাচ্ছে বলে বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারতে ১ জিবি ডেটার দাম সবচেয়ে কম বলে অনেকেই মনে করে থাকেন। কিন্তু সত্যিই কি তাই? এই প্রতিবেদনে আমরা এই বিষয়টির ওপরই একটু বিশদে আলোকপাত করতে চলেছি। আর একথা নিশ্চিন্তে বলা যায় যে, আমাদের আজকের এই প্রতিবেদনটি পুরোটা পড়লে আপনারা এমন কিছু জানতে পারবেন, যার পর আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য!

Cable.co.uk ওয়েবসাইটের এক সাম্প্রতিক রিপোর্টে বিশ্বের সবচেয়ে দামি ও সস্তার মোবাইল ইন্টারনেট ডেটার নিরিখে দুটি বিভাগে আলাদা আলাদাভাবে ৫টি করে দেশের নাম সামনে এসেছে এবং আশ্চর্যজনকভাবে সেই লিস্টে কিন্তু ভারতের নাম নেই। রিপোর্ট অনুযায়ী, ইকুয়েটোরিয়াল গিনি (Equatorial Guinea) নামক একটি দেশে ১ জিবি ডেটা সবচেয়ে ব্যয়বহুল। আফ্রিকা মহাদেশের এই ক্ষুদ্রতম দেশে এক জিবি ডেটার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৮৫০ টাকা, যা রীতিমতো এক অবিশ্বাস্য ব্যাপার! আর যদি সবচেয়ে সস্তা ডেটার কথা বলা হয়, তাহলে প্রথমেই আসে ইজরায়েলের নাম যেখানে ১ জিবি ডেটার দাম মাত্র ৩.৮৮ টাকা। তাহলে চলুন, সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দামি ১ জিবি ডেটা যে সকল দেশে উপলব্ধ, সেই তালিকাটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

যেসব দেশে ১ জিবি ডেটা সবচেয়ে ব্যয়বহুল

ইকুয়েটোরিয়াল গিনি – ৪৯.৬৭ ডলার (৩,৮৫০.৯৯ টাকা)

ফকল্যান্ড আইল্যান্ড – ৪৪.৫৬ ডলার (৩৪৫৪.৫৬ টাকা)

সেন্ট হেলেনা – ৩৯.৮৭ ডলার (৩০৯০.৯৬ টাকা)

সাও টোম প্রিন্সেপ – ৩০.৯৭ ডলার (২৪০০.৯৮ টাকা)

মালাবি – ২৫.৪৬ ডলার (১৯৭৩.৮১ ডলার)

যে দেশগুলিতে ১ জিবি ডেটা সবচেয়ে সস্তা

ইজরায়েল – ০.০৫ ডলার (৩.৮৮ টাকা)

কিরগিজস্তান – ০.১৫ ডলার (১১.৬৩ টাকা)

ফিজি – ০.১৯ ডলার (১৪.৭৩ টাকা)

ইতালি – ০.২৭ ডলার (২০.৯৩ টাকা)

সুদান – ০.২৭ ডলার (২০.৯৩ টাকা)