রূপে-গুণে ঝড় তুলবে বাজারে, ভারতে Zero ইলেকট্রিক বাইক লঞ্চের ঘোষণা করল Hero

হিরো মোটোকর্প (Hero MotoCorp) কমিউটার বিভাগের পাশাপাশি প্রিমিয়াম ও ইভি সেগমেন্টেও সমান গুরুত্ব আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংস্থা হার্লে ডেভিডসন (Harley Davidson)-এর সাথে যৌথ উদ্যোগে ভারতে সম্প্রতি X440 লঞ্চ করেছে তারা। এখন আবার সে দেশেরই এক ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতার সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের বাজার কাঁপানোর প্ল্যান করছে হিরো। সংস্থাটির নাম জিরো মোটরসাইকেলস (Zero Motorcycles)। গত বছর হিরো ক্যালিফোর্নিয়ার ওই কোম্পানিটিতে ৬ কোটি ডলার (প্রায় ৪৯০ কোটি টাকা) বিনিয়োগ করেছে।

Zero Motorcycles এর ই-বাইক ভারতে তৈরি ও বিক্রি করবে Hero MotoCorp

২০২৩-এর শুরুতেই জিরোর সাথে ইলেকট্রিক বাইক যৌথভাবে উৎসাদন করবে বলে জানিয়েছিল হিরো। এবারে তারা ঘোষণা করল যে ভারতে তারা সংস্থাটির বৈদ্যুতিক বাইক লঞ্চ করবে। প্রোডাকশনের কাজও এদেশের মাটিতেই হবে। বার্ষিক রিপোর্টে হিরো বলেছে, “আমরা জিরো-র মোটরসাইকেলগুলি ভারতে আনবো। ভারতীয়দের কাছে বিদেশি সংস্থার বিশ্বমানের ইকো ফ্রেন্ডলি টু-হুইলার সহজলভ্য হবে।”

সেখানে উল্লেখ করা হয়েছে, কিভাবে জিরোর বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির দক্ষতা তাদের ম্যানুফ্যাকচারিং, সোর্সিং, মার্কেটিং এবং সরবরাহ করার ক্ষমতার সঙ্গে মিশে ধামাকা করবে। বর্তমানে জিরোর পোর্টফোলিওতে রয়েছে প্রিমিয়াম ডুয়েল-স্পোর্ট, নেকেড বাইক, অ্যাডভেঞ্চার ট্যুরার এবং ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। এগুলি স্কট ভ্যালিতে সংস্থার একমাত্র কারখানায় তৈরি হয়। এই সব মডেলে ৭.২ কিলোওয়াট আওয়ার থেকে শুরু করে ১৭.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে। ভারতীয় মুদ্রায় বাইকগুলির দাম ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে।

তবে প্রথমে জিরোর কোন মডেল ভারতে লঞ্চ হবে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। প্রসঙ্গত, বড় ব্যাটারি প্যাক থাকার জন্য জিরোর বাইকগুলির দাম স্বদেশের বাজারেও অনেকটাই বেশি। এ ক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে ভারতে বেশি মূল্যের ই-বাইক নির্মাতার মধ্যে অন্যতম টিভিএস-এর লগ্নি থাকা বেঙ্গালুরুর কোম্পানি আল্ট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive)। যারা F77 নামে দেশের সবচেয়ে দ্রুততম ও দামী ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে।