রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য খারাপ খবর, সুবিধা কমলো ৫০১ টাকা সহ তিনটি প্ল্যানের

কয়েকদিন আগেই Reliance Jio তাদের জিও ফোনের সবচেয়ে সস্তা ৪৯ টাকার প্ল্যানকে সরিয়ে দিয়েছিল। মাস ঘুরতে ঘুরতে না ঘুরতেই এবার তারা প্রিপেড প্ল্যানেও বদল আনলো। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই জিও তাদের আইএসডি ও ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানের সুবিধা আগের থেকে কমিয়ে দিয়েছে। জানিয়ে রাখি জিওর আইএসডি প্ল্যানের মূল্য ছিল ৫০১ টাকা। আসুন রিলায়েন্স জিও কোন কোন প্ল্যানে কি পরিবর্তন এনেছে জেনে নিই।

রিলায়েন্স জিও ৫০১ টাকার প্ল্যানে বদল:

জিও ৫০১ টাকার ISD প্ল্যানে আগে ৫৫১ টাকা টকটাইম সহ ৫০ এমবি ডেটা দিত। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ২৮ দিন। তবে এখন আপনি জিও এর ওয়েবসাইটে এই প্ল্যানটি সার্চ করলে দেখবেন এখন ৪২৪.৫৮ টাকা টকটাইম দেওয়া হচ্ছে।

রিলায়েন্স জিও ১,২০১ ও ১,১০১ টাকার প্ল্যানে বদল:

ISD প্ল্যানের পাশাপাশি Reliance Jio তাদের ১,১০১ টাকা ও ১,২০১ টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানে বদল এনেছে। এর আগে ১,১০১ টাকার প্ল্যানটি ১০০ এর বেশি দেশের জন্য প্রযোজ্য ছিল। এখানে ২৮ দিনের জন্য ১,২১১ টাকা টকটাইম দেওয়া হত। তবে এখন টকটাইম কমিয়ে ৯৩৩.০৫ টাকা করা হয়েছে।

আবার ১,২০১ টাকার প্ল্যান ১৭০ টি দেশের জন্য প্রযোজ্য। এখানে আগে ২৮ দিনের জন্য ১,৩২১ টাকা টকটাইম পাওয়া যেত, যা এখন কমিয়ে ১,০১৭.৮ টাকা করা হয়েছে।