চারদিন পরেই Amazon Sale, OnePlus-এর এই 5টি স্মার্টফোনে পাবেন সেরার সেরা ডিসকাউন্ট

Amazon Great Indian Festival 2023 সেলের দিন দেখতে দেখতে এগিয়ে আসছে। আগামী ৮ই অক্টোবর মানে আর মাত্র চারদিন পর এই বিশেষ বিক্রয়পর্বটি Amazon India প্ল্যাটফর্মে লাইভ হবে। সেক্ষেত্রে এই ফেস্টিভ সেল চলাকালীন অন্যান্য নানা প্রোডাক্টের পাশাপাশি অধিকাংশ স্মার্টফোনই সস্তা দামে কেনা যাবে। আর যারা OnePlus ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন, তারা তো বিশাল ডিসকাউন্ট পাবেনই। সংস্থার তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, Great Indian Festival সেল চলাকালীন OnePlus 11 5G, Oneplus 11R 5G-এর মতো হাই-এন্ড মডেল থেকে শুরু করে OnePlus Nord CE 3 5G, OnePlus Nord 3 5G-তে ব্যাপক ছাড় পাওয়া যাবে। আর ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেবে Amazon। আসুন এখন জেনে নেওয়া যাক, Amazon Great Indian Festival সেলে কোন OnePlus স্মার্টফোনে কত ছাড় মিলবে।

Amazon Sale: অল্প অপেক্ষায় সস্তায় পাবেন এই পাঁচটি OnePlus ফোন

১. OnePlus 11 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা হলেও, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি মিলবে ৪৯,৯৯৯ টাকায় (ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্টসহ)।

এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

২. OnePlus 11R 5G: ফেব্রুয়ারিতে ভারতে এই ফোনটি ৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে সেলের দরুন এটি ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে (২,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড অফার এবং ৩,০০০ টাকার কুপন ডিসকাউন্টসহ)।

হ্যান্ডসেটটি ৬.৭৪ ইঞ্চি সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

৩. OnePlus Nord 3 5G: এটি অ্যামাজনে ২৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন, এমনিতে ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা।

এটি কিনলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, ৮০ ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন।

৪. OnePlus Nord CE 3 5G: ২৬,৯৯৯ টাকার এই ফোনটি সেল চলাকালীন ২২,৯৯৯ টাকায় বিক্রি হবে।

স্মার্টফোনটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহারের সুবিধা দেবে।

৫. OnePlus Nord CE 3 Lite 5G: এই হ্যান্ডসেটটি ভারতে ১৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়েছিল, সেলে এর দাম পড়বে ১৭,৪৯৯ টাকা।

এই ফোন কিনলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং ক্যাপাসিটি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।