আজ লঞ্চ হচ্ছে বছরের সেরা গেমিং ফোন Asus ROG Phone 5, প্রকাশ্যে রেন্ডার

আর কয়েক ঘন্টা পরেই লঞ্চ হবে Asus ROG Phone 5। বিকাল সাড়ে চারটে নাগাদ এই ফোনটি ভারতসহ গ্লোবাল মার্কেটে পা রাখবে। ইতিমধ্যেই জানা গেছে এই ফোনে থাকবে ১৮ জিবি পর্যন্ত র‌্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ডুয়েল সেল ব্যাটারি ব্যবহার করা হবে। তবে লঞ্চের কয়েক ঘণ্টা আগে আসুস আরওজি ফোন ফাইভ এর রেন্ডার ইন্টারনেটে ফাঁস হলো। যেখান থেকে ফোনটির ডিজাইন সহ স্পেসিফিকেশন জানা গেছে। আসুন Asus ROG Phone 5 এর লঞ্চ ইভেন্ট ও রেন্ডার থেকে প্রাপ্ত তথ্যগুলির ওপর চোখ বুলিয়ে নিই।

Asus ROG Phone 5 এর লঞ্চ ইভেন্ট কিভাবে দেখবেন?

আগেই জানিয়েছি আসুস আরওজি ফোন ফাইভ আজ বিকেল ৪:৩০ মিনিটে ভারতসহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তাইওয়ানের কোম্পানিটি নতুন এই গেমিং ফোনকে লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট আসুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করে আপনি এই ইভেন্ট দেখতে পারবেন

Asus ROG Phone 5 এর রেন্ডার ফাঁস

টিপস্টার ঈশান আগারওয়াল আসুস আরওজি ফোন ফাইভ এর রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এই রেন্ডার অনুযায়ী, ফোনটির উপর ও নিচে হালকা দেখা গেছে। উপরে থাকা বেজেলের মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। আবার এই ফোনটির পিছনে দেখা যাবে তিনটি ক্যামেরা। সাথে একটি ছোট ডট মেট্রিক্স ডিসপ্লে পরিলক্ষিত হয়েছে।

এছাড়াও এই রেন্ডার থেকে জানা গেছে, Asus ROG Phone 5 গেমিং ফোনটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে। চার্জিং এর জন্য ফোনের নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। আবার ফোনের ডানদিকে ভলিউম কী পাওয়ার বাটন দেখা গেছে।

Asus ROG Phone 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারদের দাবি এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, আসুস আরওজি ফোন ৫, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১৮ জিবি পর্যন্ত র‌্যাম, ও ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি, ফাইভ-জি কানেক্টিভিটি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন