Poco M3 Pro 5G বিরাট সস্তায় ভারতে আসছে, ফাঁস হল দাম

আগামী ৮ জুন ভারতে লঞ্চ হবে Poco M3 Pro 5G। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ফোনটিকে এদেশে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ফোনটি গ্লোবাল মার্কেটে পা রাখায় এর স্পেসিফিকেশন আমাদের জানা। তবে দামের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এতদিন মেলেনি। কিন্তু সম্প্রতি এক টিপস্টার পোকো এম৩ প্রো ৫জি এর ভারতীয় মূল্য সামনে আনলো।

টিপস্টার theleakguy জানিয়েছেন, Poco M3 Pro 5G এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হবে ১৭,৯৯৯ টাকা। এটি বক্স প্রাইস হওয়ায় ফোনটি আরও কমে ভারতে পাওয়া যাবে। এছাড়া ফোনটি আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে।

জানিয়ে রাখি পোকো এম৩ প্রো হবে কোম্পানির ভারতে উপলব্ধ প্রথম 5G ফোন। আবার পোকো-র M সিরিজের প্রথম ফোন হিসাবে এটি ৯০ হার্টজ ডিসপ্লে রেট সহ আসবে। এই ফোনটি ভারতে Flipkart থেকে পাওয়া যাবে।

Poco M3 Pro 5G এর স্পেসিফিকেশন

পোকা এম৩ প্রো ৫জি ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই কাস্টম ওএস-এ চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Poco M3 Pro 5G এর পিছনে তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন