Aadhaar Voter Link: ফোন কল বা SMS করে আধার-ভোটার লিঙ্ক কীভাবে করবেন জেনে নিন

Aadhaar-Voter Link: আজ লোকসভায় পাস হয়েছে ‘নির্বাচন সংশোধন বিল’। যার ফলে মনে করা হচ্ছে, আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে প্যান কার্ডের (Pan Card) মতোই ভোটার আইডি (Voter Id) কার্ডকে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হবে। আপনি বিভিন্ন উপায়ে আধার-ভোটার সংযুক্তিকরণের কাজ সম্পন্ন করতে পারেন। যেমন, সশরীরে নিকটবর্তী বুথ লেভেল অফিসারের সঙ্গে দেখা করে বা ওয়েবসাইট, ফোন, এসএমএসের সাহায্যে বাড়ি বসে। আসুন শেষ তিনটি উপায়ে আধার-ভোটার লিঙ্ক কীভাবে করা যাবে দেখে নেওয়া যাক

ওয়েবসাইটের মাধ্যমে আধার-ভোটার লিঙ্ক (Aadhaar-Voter link via website)

১. প্রথমে https://voterportal.eci.gov.in/ ওয়েবসাইটে যান।

২. এরপর আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি বা ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগ ইন করুন এবং একটি পাসওয়ার্ড দিন।

৩. এবার আপনার ব্যক্তিগত বিভিন্ন তথ্য যেমন নাম, জন্মতারিখ, পিতার নাম, রাজ্য, জেলা ইত্যাদি নিবন্ধ করে ‘সার্চ’ বোতামে ক্লিক করুন।

৪. আপনার বিবরণ যদি সরকারি তথ্যের সাথে মিলে যায় তাহলে স্ক্রিনে আপনার সমস্ত বিবরণী দেখতে পাবেন‌।

৫. এই স্ক্রিনের একদম বাঁদিকে ‘ফিড আধার নং’ নামে একটি অপশন চোখে পড়বে, সেটিতে ক্লিক করুন।

৬. এরপর একটি পপ-আপ উইন্ডো ভেসে আসবে, সেখানে আধার কার্ড অনুযায়ী নাম, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ই-মেইল লিখুন।

৭. লেখা হলে ‘সাবমিট’ বোতামে ক্লিক করুন।

৮. সাবমিট হলে গেলে সঙ্গে সঙ্গে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, ব্যস এইটুকুই!

এসএমএসের মাধ্যমে আধার-ভোটার লিঙ্ক (Aadhaar-Voter link through SMS)

১. আপনি এসএমএসের মাধ্যমেও আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারেন। এরজন্য আপনাকে রেজিস্টার্ড নম্বর থেকে ১৬৬ বা ৫১৯৬৯ নম্বরে ECILINK লিখে পাঠিয়ে দিতে হবে।

ফোন কলের মাধ্যমে আধার-ভোটার লিঙ্ক (Aadhaar-Voter link via Phone call)

ছুটির দিন বাদে যে কোনো কর্মদিবসে ১০টা থেকে ৫টার মধ্যে ১৯৫০ নম্বরে ফোন করে আপনার ভোটার কার্ড নম্বর ও আধার নম্বর দিয়ে লিঙ্ক করতে পারেন

একান্তই যদি আপনি ওপরের একটি পদ্ধতিও অবলম্বন করে আধারের সঙ্গে ভোটার কার্ড না লিঙ্ক করতে পারেন, তবে আপনার নিকটবর্তী বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে নিজের আধার ও ভোটার কার্ড রাখতে হবে। বাকী কাজের জন্য উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা সর্বোতভাবে সাহায্য করবেন।