Bajaj Pulsar N150: বাজারে ঝড় তুলতে আসছে ১৫০ সিসির নতুন পালসার, লঞ্চের আগে নামল রাস্তায়

Bajaj Pulsar আজও বহু মানুষের হৃদয় জুড়ে রয়েছে। স্টাইলিশ লুক ও গতির কারণে একসময় বাজার মাতিয়েছিল বাইকটি। সময়ের সাথে সাথে বেড়েছে পালসার পরিবারে সদস্যের সংখ্যা। সম্প্রতি Pulsar N250-এর উপর ভিত্তি করে লঞ্চ হয়েছে Pulsar N160। এবারে বাজাজ পালসার সিরিজে আরও এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আসলে ভারতের রাস্তায় এক নতুন পালসারকে আবৃত অবস্থায় টেস্ট রানের সময় স্পট করা হয়েছে।

স্পাই শট দেখে অনুমান করা হচ্ছে এটি Bajaj Pulsar N150। কারণ বাইকটির দু’চাকায় এবিএস রিংয়ের দেখা মিলেছে। যা ১২৫ সিসি মোটরসাইকেলে আশা করা যায় না। নতুন পালসার দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – একটিতে দুই চাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক থাকবে, অপরটি সামনে ডিস্ক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক (বেস মডেল) সহ আসবে। বাইকটির আপাদমস্তক ক্যামোফ্লেজ থাকলেও মনে করা হচ্ছে এটি N250 ও N160-র মতো একই প্ল্যাটফর্মে ডিজাইন করা হয়েছে।

তবে নতুন পালসার ১৫০-র আসল ডিজাইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। যতটুকু দেখা গিয়েছে তার ওপর ভিত্তি করে বলা যায়, এতে থাকছে ফুয়েল এক্সটেনশন এবং প্রোজেক্টর এলইডি হেডলাইট। যা ২৫০ সিসির পালসারেও বর্তমান। এমনকি এতে N250 ও N160-র থেকে প্রজাপতি আকৃতির টেলল্যাম্পের ডিজাইন করা হয়েছে।

Pulsar N150-কে চালিকা শক্তি জোগাবে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বর্তমানে বিক্রিত ১৫০ সিসি ইঞ্জিনের পালসারের সঙ্গে এর আউটপুটে বিশেষ কোনো ফারাক থাকবে বলে মনে হয় না। যা ১৪ পিএস শক্তি এবং ১৩.২৫ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটি লঞ্চের সম্পর্কে কোন তথ্য জানানো না হলেও অনুমান করা হচ্ছে, সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বাজারে পা রাখতে পারে 2022 Bajaj Pulsar N150। দাম ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। বাইকটি প্রতিপক্ষদের তালিকায় রয়েছে Yamaha FZ-Fi V3.0, Honda Unicorn ও TVS Apache RTR 160।