Samsung Galaxy Z Flip 4 ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসর ও ৮ জিবি র‌্যাম, দেখা গেল Geekbench-এ

স্যামসাং তাদের Z-সিরিজের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip নামের এই আসন্ন ডিভাইসগুলির একাধিক স্পেসিফিকেশন এবং ডিজাইন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। এখন আবার Galaxy Z Flip 4 মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়েছে এবং সাইটের তালিকাটি এর কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। চলুন স্যামসাংয়ের এই আপকামিং ফোল্ডেবল হ্যান্ডসেট সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 4- কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

SM-F721U মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। মনে করা হচ্ছে এটি জেড ফ্লিপ ৪-এর ইউএস বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যারিয়েন্ট হবে। গিকবেঞ্চের তালিকাটি প্রকাশ করে যে, আসন্ন ডিভাইসটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার চারটি এফিসিয়েন্সি কোর ১.৮০ গিগাহার্টজ গতিতে চলে, তিনটি কোর ২.৭৫ গিগাহার্টজে রান করে এবং একটি হাই-পারফরম্যান্স কোরের ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। এই তথ্যগুলি নির্দেশ করে, এটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস চিপসেট, যা আজই (২০ মে) বাজারে উন্মোচিত হয়েছে।

এছাড়া, Galaxy Z Flip 4-এ ৮ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করতে পারে। অন্যদিকে, এই আপকামিং ফোল্ডেবল হ্যান্ডসেটটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,২৭৭ পয়েন্ট এবং গিকবেঞ্চ ৫-এর মাল্টি-কোর টেস্টে ৩,৬৪২ পয়েন্ট স্কোর করেছে।

উল্লেখ্য, এর আগেই বিভিন্ন সূত্রে জানা গেছে, Samsung Galaxy Z Flip 4-এর পরিমাপ ১৬৫.১ x ৭১.৯ x ৭.২ মিলিমিটার হবে, যা থেকে বোঝা যাচ্ছে এটি পূর্বসূরি Galaxy Z Flip 3-এর চেয়ে আকারে সামান্য ছোট এবং পুরু হবে। পুরু হওয়ার কারণ হতে পারে এর ব্যাটারি, কেননা জানা গেছে এই ডিভাইসে ৩,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা বর্তমান প্রজন্মের ফ্লিপের চেয়ে ৪০০ এমএএইচ বেশি। Galaxy Z Flip 4 ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, বিশ্লেষক রস ইয়ং (Ross Young) সম্প্রতি একটি রিপোর্টে উল্লেখ করেন যে, এই আসন্ন ফ্লিপ স্মার্টফোনটি গোল্ড, গ্রে, লাইট ব্লু এবং লাইট ভায়োলেট- এই চারটি নতুন কালারে বাজারে আসবে।