আসছে নেক্সট-জেনারেশন Bajaj Pulsar 250 বাইক, ফাঁস হল টেস্ট-রাইডের ছবি

জনপ্রিয় পালসার (Pulsar) লাইনআপে Bajaj (বাজাজ) এখন ১২৫ সিসি, ১৫০সিসি, ১৬০সিসি, ১৮০সিসি, ২০০সিসি, এবং ২২০ সিসি ইঞ্জিন কনফিগারেশনে মোটরবাইক বিক্রি করে৷ যদিও সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, বাজাজ ২৫০সিসি ইঞ্জিনের নেক্সট-জেনারেশন পালসার মডেলের ওপর কাজ করছে৷ এছাড়াও ন্যাকেড স্পোর্টস এবং রেসিং স্পোর্টস, দুটি ভার্সনেই বাজাজ ২৫০সিসি পালসার লঞ্চ করতে পারে বলে চর্চা চলছিল৷ এখন, লেটেস্ট রিপোর্ট জানাচ্ছে, বাজাজ সত্যিই তার আইকনিক পালসার ব্রান্ডের জন্য নতুন প্লাটফর্ম তৈরি করেছে এবং এই প্লাটফর্মে বানানো প্রথম বাইক হিসেবে আসছে বাজাজ পালসার ২৫০৷

Bikewale-র সৌজন্যে Bajaj Pulsar 250 মোটরবাইকের ক্যামোফ্লেজ ছবি সামনে এসেছে৷ রাস্তায় টেস্ট-রাইড নিতে দেখা বাইকটির ছবি স্পষ্টত জানাচ্ছে, এটি প্রোডাকশন রেডি অর্থাৎ উৎপাদনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত৷ ছবি অনুযায়ী, বাজাজ পালসার ২৫০-এ নতুন ডিজাইনের দেখা মিলবে৷ তাছাড়া, এতে থাকছে নতুন ইঞ্জিন৷

ফিচার হিসেবে বাইকের সামনে ও পেছনে এলইডি লাইটিং, স্প্লিট সিট, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, ডুয়াল-চ্যানেল এবিএস থাকবে বলে অনুমান করা যায়৷ এছাড়া, এগজিস্টিং Pulsar NS200 বাইকের বেশ কিছু প্যানেল এবং পার্টসও যে এতে দেওয়া হয়েছে, তা উল্লেখ না করলেই নয়৷

রিপোর্ট বলছে, Bajaj Pulsar 250-র ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন হবে অয়েল-কুল্ড (বর্তমান NS200-র মতো লিকুইড-কুল্ড নয়)৷ অহেতুক খরচ কমিয়ে বাজাজ নতুন পালসারকে যে ভ্যালু ফর মানি করে তোলার চেষ্টা করছে তা বোধগম্য৷ Pulsar 250-র ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট রেঞ্জ সর্বোচ্চ ২৪ বিএইচপি এবং ২০ এনএম-র মধ্যেই থাকবে বলে অনুমান করা হচ্ছে৷ ট্রান্সমিশনের জন্য থাকতে পারে সিক্স-স্পিড ইউনিট৷

চলতি বছরে ফেস্টিভ সিজন শুরু হওয়ার মুখে Bajaj Pulsar 250 লঞ্চ করতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যেই বাইকটি বাজারে আসার সম্ভাবনা আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন