এপ্রিলেই লঞ্চ হচ্ছে Realme GT Neo 6 SE, কেমন দেখতে হবে ফাঁস করল TENAA

TENAA সার্টিফিকেশন সাইট থেকে উঠে এসেছে, রিয়েলমি জিটি নিও 6 এসই কার্ভড এজ ডিজাইন সহ আসবে।

Realme নিশ্চিত করেছে যে আসন্ন এপ্রিল মাসে তারা Realme GT Neo 6 SE স্মার্টফোন লঞ্চ করবে। ফলে এর নির্দিষ্ট লঞ্চের তারিখ শীঘ্রই জানা যাবে। তবে অফিসিয়াল ঘোষণার আগে আজ চীনের TENAA সার্টিফিকেশন সাইট থেকে Realme GT Neo 6 SE ফোনের ডিজাইন সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। যারপর নিশ্চিত হওয়া গেছে যে এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

TENAA সার্টিফিকেশন সাইট থেকে উঠে এসেছে, রিয়েলমি জিটি নিও 6 এসই কার্ভড এজ ডিজাইন সহ আসবে। ডিভাইসটি গ্রীন ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আর ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

এর আগে জানা গিয়েছিল যে, রিয়েলমি জিটি নিও 6 এসই হ্যান্ডসেটে এড্রেনো ৭৩২ জিপিইউ সহ নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর দেওয়া হবে। আবার এর সামনে বিওই দ্বারা তৈরী ডিসপ্লে ব্যবহার করা হবে।

Realme GT Neo 6 SE এর এই ডিসপ্লে 8টি এলটিপিও টেকনোলজি সাপোর্ট করবে। পাশাপাশি এটি ০.৫-১২০ হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1,000 নিটস পিক ব্রাইটনেস ও 94.2 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে।