মোবাইল নম্বর সংশোধন সহ mAadhaar দিচ্ছে ৩৫টি পরিষেবা, এক্ষুনি ডাউনলোড করুন

আধার কার্ড (Aadhaar card) বর্তমানে ভারতের সর্বত্র প্রযোজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি নবজাতক শিশু সহ এই দেশের সকল নাগরিকদের পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে বিবেচিত হয়। আজকাল প্রায় সব ধরনের সার্ভিসের (সরকারী এবং বেসরকারী) জন্য আধার কার্ডের প্রয়োজন। তাই বর্তমান ডিজিটাল যুগে কোনো ব্যক্তির আধার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা যত সহজে উপলব্ধ হয়, ততই তা ইউজারের পক্ষে ভালো, এবং এই প্রসঙ্গেই সকলের জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) টুইটারে ঘোষণা করেছে যে, তারা mAadhaar অ্যাপটি আপডেট করেছে। এখন মানুষ এই অ্যাপটির মাধ্যমে আধার কার্ড ডাউনলোড, আধার কার্ড স্ট্যাটাস চেক, আধার কার্ড পুনর্মুদ্রণ (রিপ্রিন্ট) সহ ৩৫টি পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন এবং এগুলি ২৪ ঘন্টা উপলব্ধ।

mAadhaar অ্যাপে নতুন ফিচার

অর্থাৎ, খুব সহজ ভাষায় বলতে গেলে এমআধার অ্যাপে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার, যেগুলির মাধ্যমে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। তাহলে চলুন, এমআধার অ্যাপে উপলব্ধ নতুন ফিচারগুলির মধ্যে কয়েকটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

মাল্টিলিঙ্গুয়াল: এই অ্যাপটি ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু সহ ১৩ টি ভারতীয় ভাষায় এখন উপলব্ধ।

mAadhaar সার্ভিসেস: আপগ্রেড করা অ্যাপটি তিনটি ক্যাটাগরির সার্ভিস প্রোভাইড করে: ১) মেইন সার্ভিস ড্যাশবোর্ড, ২) রিকোয়েস্ট স্ট্যাটাস সার্ভিস এবং ৩) my Aadhaar।

মেইন সার্ভিস ড্যাশবোর্ড: এটি ব্যবহারকারীদের ঠিকানা আপডেট, মোবাইল নম্বর সংশোধন, অফলাইন e-KYC ডাউনলোড, রিপ্রিন্ট অর্ডার, UID এবং EID পুনরুদ্ধার-এর মতো একাধিক কার্য সম্পাদন করতে সক্ষম করে।

এনরোলমেন্ট সেন্টার সেকশন: এটি ব্যবহারকারীদের নিকটতম তালিকাভুক্ত কেন্দ্রে নির্দেশ করে। অর্থাৎ, নিকটতম আধার নথিভুক্তির কেন্দ্র চিহ্নিত করা যাবে।

ভার্চুয়াল আইডি সার্ভিসেস: ভার্চুয়াল আইডির পরবর্তী প্রজন্মের পথ উন্মুক্ত করার পাশাপাশি ৩ টি প্রোফাইল তৈরি করে ও সেগুলি পরিচালনা করে।

পেপারলেস ই ভেরিফিকেশন: ব্যবহারকারীদের কাগজবিহীন যাচাইকরণের জন্য তাদের QR code এবং পাসওয়ার্ড-প্রোটেক্টেড e-KYC শেয়ার করার অনুমতি দেয়।

শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা (Strengthened security measures): ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশন সিস্টেম এনাবেল করা হয়েছে।

ইউজার তার স্মার্টফোনে mAadhaar ডাউনলোড করলেই এই সকল নতুন সুবিধাগুলির অ্যাক্সেস পাবেন। মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকলেই mAadhaar অ্যাপে প্রোফাইল তৈরি করা যাবে, এবং যে-কোনো স্মার্টফোন থেকেই সেই অ্যাপ ব্যবহার করা যাবে। যাঁদের আগে থেকেই এই অ্যাপটি ছিল, তাঁদের শুধুমাত্র নিজের ফোন থেকে পুরোনো ভার্সন ডিলিট করে নতুন ভার্সন ডাউনলোড করতে হবে। তাই আর দেরি না করে আজই ডাউনলোড করে ফেলুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন