Cyclone Gulab: কখন কোথায় আছড়ে পড়বে‌ সাইক্লোন গুলাব, প্রতি মুহূর্তের আপডেট জানুন

Cyclone Gulab Live: সেপ্টেম্বর শেষ হয়ে এলেও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না। উল্টে বঙ্গোপসাগরে তৈরী হওয়া গভীর নিম্নচাপের ফলে জন্ম নিয়েছে সাইক্লোন ‘গুলাব’ (Gulab)। এর ফলে আজ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্তে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী সাইক্লোনের কারণে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার/ঘন্টা গতিতে বায়ুপ্রবাহের দেখা মিলবে। সেক্ষেত্রে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কলিঙ্গপত্তনমের তটরেখায় আঘাত হানতে চলা ‘গুলাবে’র কবল থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়াটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এজন্য সকলের মিলিত সচেতনতা প্রয়োজন যা আমাদের আশু বিপদের সম্ভাবনা থেকে রক্ষা করবে।

গুলাবের আগমনকে মাথায় রেখে দেশের আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ ছত্রিশগড়ের দক্ষিণ অংশের জন্য ‘লাল সতর্কতা’ জারি করেছে। এছাড়াও গুলাবের আবির্ভাবে অন্যান্য রাজ্যের একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হয়েছে।

আলোচ্য সাইক্লোন সম্পর্কে আপডেট পেতে চাইলে আগ্রহীরা কয়েকটি ওয়েবসাইটে নজর রাখতে পারেন। এই ওয়েবসাইটগুলি তাদের কাছে সাইক্লোনের অবস্থান ও গতিবিধির ব্যাপারে যাবতীয় তথ্য তুলে ধরবে। এর ফলে দুর্যোগের পরিস্থিতিতে সুরক্ষিত থাকার জন্য মানুষ আগাম প্রস্তুতি নিতে পারবেন।

সাইক্লোন গুলাব এর লাইভ আপডেট কীভাবে পাবেন (Cyclone Gulab Live Update)

১. mausam.imd.gov.in

যে কোন সাইক্লোন ট্র্যাক করার ক্ষেত্রে এটি সবথেকে বিশ্বাসযোগ্য ওয়েবসাইট। দেশের বিজ্ঞান মন্ত্রকের দ্বারা প্রস্তুত এই ওয়েবসাইট আগ্রহীদের সাইক্লোন গুলাব সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করবে।

২. www.rsmcnewdelhi.imd.gov.in

ভারতীয় আবহাওয়া বিভাগ এবং দেশের বিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে নির্মিত এই ওয়েবসাইট বাস্তব সময় প্রতিটি সাইক্লোনের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে থাকে। গুলাব সম্পর্কে আপডেট পেতে চাইলেও আগ্রহীরা উক্ত ওয়েবসাইটের দ্বারস্থ হতে পারেন।

৩. UMANG App

এই অ্যাপ্লিকেশন সমস্ত সাইক্লোনের অবস্থান ও গতিপ্রকৃতির লাইভ আপডেট প্রদান করে থাকে। তাই এখান থেকেও গুলাব সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

৪. www.hurricanezone.net

উপরের ওয়েবসাইটে গিয়েও আসন্ন সাইক্লোন ট্র্যাক করা সম্ভব হবে। সাইক্লোন ছাড়াও এই ওয়েবসাইট আন্তর্জাতিক স্তরে টাইফুন ও হারিকেনের মতো দুর্যোগের আপডেট দিয়ে থাকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন