Hero MotoCorp: দাম বাড়ালেও এখনও ফেভারিটের তালিকায় হিরোর Xtreme 160R

Hero MotoCorp-এর সেরা মোটরসাইকেল কোনটা। এই প্রশ্নের উত্তরে সমস্ত সুর একটা শব্দে মিলিত হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর সেটা হল Splendor কমিউটার সিরিজ‌। কিন্তু যখনই প্রশ্ন উঠবে, স্পোর্টি এবং উন্নত ডিজাইন তথা হিরোর নতুন প্রজন্মের মনের মতো বাইক কোনটা। Xtreme 160R-এর থেকে পারফেক্ট উত্তর আর হয় না। এটি এ যাবৎকালে হিরোর অন্যতম সেরা মডেল। এবার হিরোর সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে Xtreme 160R-এর নাম।

Hero Xtreme 160R

দাম সামান্যই বাড়িয়েছে হিরো। মাত্র ৫০০ টাকা। এর ফলে এক্সট্রিম ১৬০আর এর সিঙ্গেল ডিস্ক ও ডুয়াল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম হয়েছে যথাক্রমে ১,১২,১১০ টাকা এবং ১,১৫,১৬০ টাকা। আর লেটেস্ট Stealth এডিশনের বর্তমান মূল্য হল ১,১৭,১৬০ টাকা।

প্রসঙ্গত, দাম বৃদ্ধি হলেও Xtreme 160R এখনও তার প্রতিদ্বন্দ্বী Bajaj Pulsar NS160, Honda X-Blade, এবং Suzuki Gixxer-এর থেকে সস্তা। তবে ১৫০ সিসি থেকে ১৬০ সিসি সেগমেন্টের অন্যতম সেরা মডেল TVS Apache RTR 160 4V এক্সট্রিমের চেয়ে আজও সাশ্রয়ী।

Hero Xtreme 160R একটি ১৬৩ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। যার ক্ষমতা ১৫ বিএইচপি এবং টর্ক ১৪ এনএম৷ বাইকটি ১৭ ইঞ্চি চাকার উপরে ভর করে দৌড়য়‌। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক বর্তমান‌। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল কনসোল, ফুল-এলইডি লাইটিং সেটআপ, এবং ১২ লিটার ক্যাপাসিটির ফুয়েল ট্যাঙ্ক আছে।