Infinix Hot 10i সেরা বাজেট ফোন হওয়ার সমস্ত মশলা নিয়ে শীঘ্রই আসছে

Infinix Hot 10i কে গতমাসেই গুগল প্লে কনসোল-এ দেখা গিয়েছিল। এখান থেকে ফোনটির মুখ্য স্পেসিফিকেশন ছাড়াও ডিজাইন সামনে এসেছিল। এবার ইনফিনিক্স হট ১০আই ফোনটি আমেরিকার FCC সার্টিফিকেশন পেল। যার অর্থ ফোনটি লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা। উল্লেখ্য আগামী ১৯ এপ্রিল এই সিরিজের Infinix Hot 10 Play ফোনটি ভারতে আসবে। ওই লঞ্চ ইভেন্টে ইনফিনিক্স হট ১০ আই এর ওপর থেকেও পর্দা সরানো হয় কিনা সেটাই এখন দেখার।

যাইহোক এফসিসি তে এই ফোনটিকে X659B মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ফোনে ৫,৮৫০ এমএএইচ (রেটেড) ব্যাটারি থাকবে। অর্থাৎ আমরা আশা করতে পারি কোম্পানি একে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বলেই মার্কেটিং করবে। আবার এর সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

ডিজাইনের কথা বললে, Infinix Hot 10i ফোনের সামনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। এর কাট আউট থাকবে ডিসপ্লের উপরিভাগে মাঝ বরাবর, যার মধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত থাকবে। আবার পিছনে থাকবে বর্গাকার ক্যামেরা সেটআপ। এরমধ্যে দুটি সেন্সর থাকতে পারে। আবার ক্যামেরা সেটআপের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গুগল প্লে কনসোল থেকে জানা গিয়েছিল, ইনফিনিক্স হট ১০আই ফোনে মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর সহ থাকবে। ফোনটি ২ জিবি র‌্যাম সহ আসতে পারে। আবার এতে এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যারা পিক্সেল রেজুলেশন হবে ৭২০  x ১৬০০ এবং পিক্সেল ডেন্সিটি হবে ৩২০। এই ফোনের দাম হতে পারে ৭,০০০- ১০,০০০ টাকার মধ্যে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন