Double 11 Sale-এর প্রথম দিনেই 8175 কোটি টাকার বেচাকেনা Xiaomi-র, ফোন বিক্রিতে ছাপিয়ে গেল অন্যান্যদের

গতকাল চীনে ডাবল ১১ (Double 11 Sale) সেলের প্রথম দিনেই রেকর্ড মূল্যের বেচাকেনা করল শাওমি (Xiaomi) এক দিনেই শাওমির বিক্রি করা মোট পণ্যের মূল্য দাঁড়িয়েছে ৭ বিলিয়ন ইউয়ান, টাকার অঙ্কে যা ৮১৭৫ কোটিরও বেশি। এমনকি সমস্ত অনলাইন-অফলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে শাওমির স্মার্টফোন বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।

শাওমি পরিসংখ্যান পেশ করে জানিয়েছে, চীনে ডাবল ইলেভেন সেল শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই পণ্য বিক্রির অঙ্ক ২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। ৫২ মিনিট ১১ সেকেন্ডে সেটা গিয়ে পৌঁছয় ৪ বিলিয়ন ইউয়ানে, আর ঘন্টা নয়েকের মধ্যেই শাওমির বিক্রি করা পণ্যের মূল্য দাঁড়ায় ৫ বিলিয়ন ইউয়ানে।

স্মার্টফোনের কথা বললে মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়েছে রেডমি নোট ১১ সিরিজের ফোন। ৬০ মিনিটে এই লাইনআপের ৫ লক্ষেরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। অন্য দিকে, দু’ঘন্টার মধ্যে রেডমি ওয়াচ ২-এর বিক্রি ২৮ হাজার ছাড়িয়ে যায়। শুধু স্মার্টওয়াচ থেকেই শাওমি ঘরে তুলেছে ১০ মিলিয়ন ইউয়ান।

প্রসঙ্গত, বিক্রির নিরিখে গত বছরের রেকর্ড ভেঙে ফেলেছে শাওমি। ২০২০-এর ডাবল ইলেভেন সেলের প্রথম দিনে ৪ বিলিয়ন ইউয়ান অঙ্কের পণ্য বেচা হয়েছিল। এ বছর তার দ্বিগুণ না হলেও আগামী বছরের সেলে তা করার প্রত্যাশা রাখতেই পারে তারা।

উল্লেখ্য, Redmi Note 11 সিরিজ ভিন্ন নামে শীঘ্রই ভারতেও‌ আসছে। জানা গেছে, এই সিরিজের Redmi Note 11 5G ফোনটি ভারতে Redmi Note 11T 5G নামে লঞ্চ হতে পারে। আবার Redmi Note 11 Pro ফোনটি Xiaomi 11i ও Redmi Note 11 Pro+ মডেলটি Xiaomi 11i HyperCharge নামে এদেশে আসতে পারে।