Bajaj Chetak: ফুল চার্জে চলবে 127 কিমি, বাজার কাঁপাতে নতুন স্কুটার আনল বাজাজ, ফিচার্স মন জিতে নেবে

দেশের ইলেকট্রিক স্কুটার মার্কেটে দাপট বাড়াতে Chetak-এর অত্যাধুনিক ভার্সন নিয়ে হাজির হল বাজাজ অটো (Bajaj Auto)। নতুন বছরের শুরুতেই চেতকের আপডেটেড ভার্সন আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। প্রত্যাশামতোই এবার তা বাস্তবায়িত হল। Urbane-এর সাথে Premium ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে নতুন বাজাজ চেতক। দাম যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা ও ১.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। দামের সাথে সামঞ্জস্য রেখে একঝাঁক পরিবর্তন ও আপগ্রেড করা হয়েছে বলে দাবি সংস্থার। ফিচার্স থেকে শুরু করে পাওয়ারট্রেনেও আপডেট পেয়েছে Bajaj Chetak EV।

2024 Bajaj Chetak EV ভারতে লঞ্চ হল

চেতকের আদি ঘরানা নতুন ভার্সনেও বজায় রাখা হয়েছে। যেমন স্মুড কার্ভ যুক্ত মেটাল বডি এবং রাউন্ড এলইডি হেড ল্যাম্প। আবার দুই মডেলের এলইডি লাইটেও মিল রয়েছে। তবে উল্লেখযোগ্য আপডেট বলতে বেড়েছে আন্ডার সিট স্টোরেজ। মোট তিনটি পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে চেতক ইভি – ইন্ডিগো ব্লু, ব্রুকলিন ব্ল্যাক এবং হ্যাজেলনাট।

Chetak EV-র প্রিমিয়াম ভ্যারিয়েন্টে মিলবে টেকপ্যাক ভার্সন, যার আওতায় রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার্স – কল অ্যালার্ট, ডিসপ্লে থিম, মিউজিক কন্ট্রোল এবং টার্ন বাই টার্ন নেভিগেশন। উপরন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে এতে উপস্থিত হিল হোল্ড, স্পোর্ট মোড এবং রিভার্স মোড। টেক-স্যাভি এমন ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যগুলি অতি তাৎপর্যপূর্ণ। এছাড়া রয়েছে একটি নতুন ৫ ইঞ্চি টিএফটি কালার স্ক্রিন।

2024 Bajaj Chetak EV-এর অন্যতম বড় আপগ্রেড হল রেঞ্জ। ইলেকট্রিক স্কুটারটির নতুন ভার্সন ৩.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত এসেছে। প্রতি ঘন্টায় স্কুটারটি ৭৩ কিলোমিটার সর্বোচ্চ গতি তুলতে সক্ষম। ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ থাকলে ১২৭ কিলোমিটার পথ ছুটতে পারবে। একটি ৮০০ ওয়াট চার্জার দ্বারা ৩০ মিনিটের চার্জে ব্যাটারিটি ১৫.৬ কিলোমিটার পথ চলার শক্তি পেয়ে যাবে। বাজারে Ola S1 Pro, TVS iQube, Ather 450X-এর সঙ্গে লড়াই করবে নতুন Chetak।