এখন MRP থেকে দারুণ সস্তায় মিলছে এই 3টি Oppo ফোন, আছে 50MP ক্যামেরা ও বিশাল ব্যাটারি

Oppo Super Deals: ভারতের স্মার্টফোন বাজারে Oppo-র বিভিন্ন হ্যান্ডসেট বেশ জনপ্রিয় – সস্তায় ভালো ক্যামেরা ফিচার এবং অপেক্ষাকৃত লাইট ওয়েট অপারেটিং সিস্টেমের জন্য অনেকেই এই ব্র্যান্ডের ফোনগুলির দিকে ঝুঁকে থাকেন। সেক্ষেত্রে বছরের প্রায় শেষদিকে দাঁড়িয়ে আপনি যদি কম বাজেটে Oppo-র কোনো ভালো ফোন কিনতে চান, তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের কিছু অফার মিস করা কিন্তু বোকামো হবে! আসলে এই মুহূর্তে Oppo তার ‘A’ সিরিজের স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে – এই বাম্পার ডিলের কারণেই আপনি Oppo A38, A58 এবং A78 5G-র মতো হ্যান্ডসেটগুলি MRP-র থেকে অনেক কম দামে কিনতে পারবেন। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ব্যাঙ্ক অফারে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় বা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। আসুন, এখন দেখে নিই উল্লিখিত Oppo ফোনগুলিতে ঠিক কতটা কী ছাড় মিলবে…

সেল ছাড়াই এই তিনটি Oppo ফোন এখন মিলছে দারুণ ছাড়ে

১. Oppo A38: এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি এমনিতে ১৬,৯৯৯ টাকা। তবে অফারে এটিতে ৪ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে আপনি স্মার্টফোনটি ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। কোম্পানি এই ফোনে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ১,৩০০ টাকার ব্যাঙ্ক অফার ইত্যাদি সুবিধাও দিচ্ছে। আছে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও।

ফিচারের কথা বললে, এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি সানলাইট ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন।

২. Oppo A58: এই হ্যান্ডসেটের এমআরপি ১৫,৪৯৯ টাকা হলেও, এটি এখন ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ১,২৫০ টাকার ব্যাঙ্ক অফারের সুবিধা উপলব্ধ।

ফোনটিতে ৬৮০ নিট পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।

৩. Oppo A78 5G: ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটির এমআরপি ২১,৯৯৯ টাকা, তবে অফারে আপনি এটি ১৮,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। ব্যাঙ্ক অফার হিসেবে থাকবে ২,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়ও।

এক্ষেত্রে ফোনটিতে ৯০ হার্টজ ৬.৫৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাবেন।