Asus Zenfone 8 আগামীকাল ১৬ জিবি র‌্যাম সহ বাজারে আসছে, ফাঁস হল দাম

আগামীকাল গ্লোবাল মার্কেটে Asus Zenfone 8 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Zenfone 8 ও Zenfone 8 Flip-এর অভিষেক হচ্ছে। গত সপ্তাহে অবশ্য ডিভাইস দু’টির অফিসিয়াল স্পেসিফিকেশন ও রেন্ডার ফাঁস হয়েছে। এবার লঞ্চের আগেই Zenfone 8-এর র‌্যাম + স্টোরেজ কনফিগারেশন এবং দাম সর্ম্পকিত তথ্য সামনে এল।

Asus Zenfone 8 : দাম

টিপস্টার সুধাংশুকে উদ্ধৃত করে ৯১মোবাইলস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আসুস জেনফোন ৮ তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে-৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে ৭০০ ইউরো (প্রায় ৬২,৫০০ টাকা ), ৭৫০ ইউরো (প্রায় ৬৭,০০০ টাকা), এবং ৮০০ ইউরো (প্রায় ৭১,৫০০ টাকা)।

Asus Zenfone 8 : স্পেসিফিকেশন

আসুস জেনফোন ৮ স্মার্টফোনটি ৫.৯২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে সহ আসবে। সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট ফোনের বামদিকে রয়েছে। এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। জেনফোন ৮ সিলভার ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

জেনফোন ৮-এর রিয়ার ক্যামেরা সংখ্যা দুটি-৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,০০০ এমএএইচ ব্যটারি ব্যবহার করা হয়েছে। এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ফোনের ওজন ১৭০ গ্রাম ও আকৃতি ১৪৮x৬৮.৯x৯ মিমি।

Asus Zenfone 8 সিরিজ ভারতে কবে লঞ্চ হবে

দেশের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে আসুস ভারতে জেনফোন ৮ সিরিজের লঞ্চের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে আসুসের পার্সোনাল কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবসার প্রধান দিনেশ শর্মা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশে জেনফোন ৮ সিরিজের লঞ্চ স্থগিত রাখা হল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন