২৪ জিবি র‌্যাম সহ লঞ্চ হল Red Magic 8S Pro ও Red Magic 8S Pro+, ১৪ মিনিটে হবে ফুল চার্জ

Red Magic 8S Pro ও Red Magic 8S Pro+ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ লঞ্চ হয়েছে

আজ অর্থাৎ ৫ই জুলাই চীনের বাজারে লঞ্চ করা হল Nubia Red Magic 8S Pro এবং Red Magic 8S Pro+ স্মার্টফোন। ZTE সংস্থার সাব-ব্র্যান্ড Nubia তাদের এই লেটেস্ট ‘গেমিং ফোকাসড’ হ্যান্ডসেট দুটিতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ২৪ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টেরাবাইট স্টোরেজ এবং ৩ডি ভ্যাপার চেম্বার যুক্ত আইসিই ১২.০ (ICE 12.0) কুলিং সিস্টেম দিয়েছে। যদিও ডিভাইসগুলির মধ্যে কিছু ফিচারগত তারতম্যও বিদ্যমান থাকছে। যেমন Red Magic 8S Pro মডেলটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারির সাথে এসেছে। আবার উচ্চতর Red Magic 8S Pro+ ফোনে থাকছে ৫,০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। চলুন Nubia Red Magic 8S Pro এবং Red Magic 8S Pro+ স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক…

Red Magic 8S Pro, Red Magic 8S Pro+ -এর দাম ও লভ্যতা

রেড ম্যাজিক ৮এস প্রো স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৩,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৫,৩০০ টাকা) রাখা হয়েছে। ফোনটিকে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এই বিকল্পগুলির বিক্রয় মূল্য ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা), ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৪,০০০ টাকা) এবং ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা) ধার্য করা হয়েছে।

অন্যদিকে, Red Magic 8S Pro+ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬২,৪০০ টাকা) থেকে। এই দাম ফোনটির ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আবার ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯০০ টাকা)।

প্রসঙ্গত, Red Magic 8S Pro+ মডেলটিকে আরোরা স্পেশাল ভ্যারিয়েন্ট এবং বাম্বলবি লিমিটেড এডিশনেও লঞ্চ করা হয়েছে। যার মধ্যে অরোরা সংস্করণকে উপলব্ধ করা হয়েছে ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ এবং ২৪ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ বিকল্পের সাথে। এগুলির দাম থাকছে যথাক্রমে – ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৫,২০০ টাকা), ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,১০০ টাকা), ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৪০০ টাকা), এবং ৭,৪৯৯ ইউয়ান (প্রায় ৯০,০০০ টাকা)। ডিভাইসটি – নাইট নাইট (Night Knight) এবং ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট (Deuterium front transparent) কালার অপশনে এসেছে।

আর, রেড ম্যাজিক ৮এস প্রো+ বাম্বলবি লিমিটেড এডিশন -কে পাওয়া যাবে ১৬ র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে। যার দাম রাখা হয়েছে ৬,৫০০ ইউয়ান (প্রায় ৭৩,০০০ টাকা)। এটি বেসপোক ইয়ালো ফিনিশিং ডিজাইনের সাথে এসেছে।

Red Magic 8S Pro+ -এর স্পেসিফিকেশন

ডুয়াল-সিমের (ন্যানো) রেড ম্যাজিক ৮এস প্রো+ স্মার্টফোনে রয়েছে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১১১৬x২৪৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯৬০ হার্টজ টাচ সাম্পেলিং রেট এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ লেডিং এডিশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ডিভাইসটি ২৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টেরাবাইট অনবোর্ড স্টোরেজ সহ এসেছে।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, Red Magic 8S Pro+ স্মার্টফোনে কুলিং ফ্যান, গ্রাফিন এবং একটি ৩ডি ভ্যাপার চেম্বার আইসিই ১২.০ ম্যাজিক কুলিং টেকনোলজি বিদ্যমান, যা গেমিংয়ের সময় ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি এতে ইন-হাউস রেড কোর আর২ চিপ এবং ডুয়াল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরও রয়েছে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে আলোচ্য হ্যান্ডসেটে DTS:X আল্ট্রা সাউন্ড প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম পাওয়া যাবে।

ছবি তোলার জন্য Red Magic 8S Pro+ ফোনে ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরি অংশে ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে শুটার মিলবে। তদুপরি, ফোনটির কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক৷ পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ব্যাটারি – মাত্র ১৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম এবং একক চার্জে ৪২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে বলে দাবি করেছে নুবিয়া।

জানিয়ে রাখি, Red Magic 8S Pro+ স্মার্টফোনের বাম্বলবি লিমিটেড এডিটনের প্যাকেজিং আলাদা হলেও যাবতীয় স্পেসিফিকেশন রেগুলার মডেলের মতো এক সমান।

Red Magic 8S Pro -এর স্পেসিফিকেশন

রেড ম্যাজিক ৮এস প্রো স্মার্টফোনের – ডিসপ্লে, কুলিং সিস্টেম, কানেক্টিভিটি অপশন, অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সংস্করণ উপরে উল্লেখিত রেড ম্যাজিক ৮এস প্রো+ মডেলের অনুরূপ। আলোচ্য ফোনেও ‘প্রো+’ মডেলের ন্যায় ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়, যাতে ৫০-মেগাপিক্সেল Samsung GN5 মুখ্য সেন্সর রয়েছে। আর ডিভাইসের সামনে ১৬-মেগাপিক্সেল আন্ডার-স্ক্রিন সেলফি ক্যামেরা উপলব্ধ।

ফিচারগত বৈসাদৃশ্যের কথা বললে, Red Magic 8S Pro স্মার্টফোনে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে তুলনায় বড় অর্থাৎ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ইউনিট থাকছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ব্যাটারি মাত্র ৩৫ মিনিটে ১০০% চার্জ হতে সক্ষম এবং ফুল চার্জে ৪৮.১৪ ঘন্টা প্লে টাইম অফার করতে সমর্থ।