দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে দুর্দান্ত সাউন্ড, Realme Buds T300 নাকি OnePlus Nord Buds 2R কিনবেন দেখে নিন

Realme Buds T300 এবং OnePlus Nord Buds 2R এর মধ্যে পার্থক্যগুলি দেখে নিন

বর্তমানে স্মার্টফোনের (Smartphone) মতোই Earbuds-ও একটি জনপ্রিয় গ্যাজেট হয়ে উঠেছে। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুকৃতির মাধ্যমে ইয়ারফোনগুলি এখন স্মার্ট, ওয়্যারলেস এবং স্টাইলিস্ট হয়ে উঠেছে। কিন্তু বাজারে এত ধরনের Earbuds-এর সমাগম ঘটেছে যে, কোনটা ক্রেতার জন্য সঠিক হবে সেই সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে যায়। আর কখনো কখনো এই কারনে ক্রেতা বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই সমস্ত ক্রেতাদের সুবিধার্থে আজ আমরা কিছুদিন আগে লঞ্চ হওয়া Realme Buds T300 এবং OnePlus Nord Buds 2R এর মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Realme Buds T300

Realme কিছু দিন আগে Realme Buds T300 লঞ্চ করেছে। এতে আছে ১২.৪ এমএম ডায়নামিক বেস ড্রাইভার, টাইটানিয়াম ড্রাইফোম এবং HTW তারের কয়েল। রিয়েলমি অ্যাপ ব্যবহার করলে এই গ্যাজেটে ৩৬০টি স্প্যাশিয়াল অডিও এফেক্টের সাপোর্ট পাওয়া যাবে। এদিকে এই ইয়ারবাডসে রয়েছে ৫০এমএস আলট্রা লো ল্যাটেন্সি এবং ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। আবার এই ডিভাইসে চারটি মাইক্রোফোনও দেওয়া হয়েছে।

এর চার্জিং কেসে রয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি এবং প্রতিটি বাডসে রয়েছে ৪৩ এমএএইচ ব্যাটারি। সংস্থাটি দাবি করছে, চার্জিং কেসের মাধ্যমে ৪o ঘণ্টা আর বাডসগুলি প্রায় ৭ ঘন্টা ব্যাকআপ দেবে। এছাড়াও, রিয়েলমি বাডস টি৩০০ ডিভাইসে আছে আইপি৫৫ রেটিং ও ব্লুটুথ ৫.৩। আর চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে USB Type-C পোর্ট।

OnePlus Nord Buds 2R

OnePlus-এর এই ইয়ারবাডসে দেওয়া হয়েছে ১২.৪ এমএম ডাইনামিক ড্রাইভার। আর এতে আছে ডলবি অ্যাটমসের সাপোর্ট, তবে আপনার স্মার্টফোনে ডলবি অ্যাটমসের সুবিধা থাকলে তবেই আপনি এই সুবিধাটি পাবেন। এছাড়াও, এতে ডিরাক অডিও টিউনার উপস্থিত।

এর প্রতিটি বাডসে পাওয়া যাবে ৮ ঘন্টার ব্যাকআপ সহ ৩৬ এমএএইচ ব্যাটারি। আর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি। চার্জিং কেসটি ৩৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ডিভাইসটির সাথেও টাইপ-সি চার্জিং পোর্ট পাওয়া যায়।

দুটি Earbuds-এর মধ্যে কোনটি সেরা?

দুটি বাডসে একই সাইজের ড্রাইভার থাকলেও উপাদানের দিক থেকে, Realme অনেক এগিয়ে।

এদিকে আপনি OnePlus বাডসে ডলবি অ্যাটমসের সুবিধা পেলেও রিয়েলমি বাডপে পাবেন না।

যদিও উভয় বাডসই অ্যাপ সাপোর্ট এবং একই রকম ব্যাটারি লাইফ অফার করে।

Realme Buds T300-এর দাম একটু বেশি হলেও, আপনি এতে OnePlus Nord Buds 2R-এর তুলনায় অনেক ভালো অডিও কোয়ালিটি পাবেন।

যেখানে ওয়ানপ্লাসের বাডসে রয়েছে দুটি মাইক, সেখানে রিয়েলমি বাডসে দেওয়া হয়েছে চারটি মাইক।