iPhone ও iPad ইউজাররা সাবধান! এক্ষুনি ডাউনলোড করুন iOS 14.4.1 আপডেট

প্রকাশ্যে এলো Apple -এর নতুন সফ্টওয়্যার আপডেট যা তামাম iPhone ও iPad ব্যবহারকারীদের অতিরিক্ত স্বস্তি দেবে। কারণ অ্যাপলের এই সাম্প্রতিক দুই আপডেটে (iOS 14.4.1 এবং iPadOS 14.4.1) সিকিউরিটি-জনিত একাধিক ইস্যু সমাধান করা হয়েছে। তাই অন্যান্য নিত্য আপডেটের মতো সাধারণ মনে হলেও, অবিলম্বে নতুন সফ্টওয়্যার ভার্সন দুটি ডাউনলোড করা উচিত। অন্তত স্মার্টফোন নির্ভর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে যারা সচেতন, তাদের ক্ষেত্রে এই আপডেট বহুকাঙ্ক্ষিত।

নতুন সফ্টওয়্যার আপডেট রোল-আউটের সময় রিলিজ নোটে Apple খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে, এই আপডেট গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক সমাধানের সঙ্গে এসেছে, যা আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের মন থেকে সমস্ত প্রশ্নচিহ্ন মুছে ফেলবে। যদিও নতুন আপডেট সম্পর্কে তারা বিশদে কিছু বলতে চায়নি। আপাতত যেটুকু জানা যাচ্ছে তা থেকে এটা স্পষ্ট যে এই আপডেটের মাধ্যমে অ্যাপল তাদের ডিভাইসে ক্ষতিকারক অবৈধ অনুপ্রবেশকারীর আনাগোনা রুখে দিতে বদ্ধপরিকর।

অ্যাপলের দাবী তাদের iOS 14.4.1 সংস্করণে তারা ওয়েবকিট সংক্রান্ত দুর্বলতাগুলিকে ভালোভাবে মেরামত করেছে। এর ফলে iOS প্ল্যাটফর্মে সাফারি (Safari) পরিচালিত ব্রাউজার ইঞ্জিন ও অন্যান্য থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার অনেক সুরক্ষিত থাকবে। আবার নির্দিষ্ট বাগ সমস্যা মিটিয়ে দিয়ে এই নতুন আপডেট অপ্রয়োজনীয় ওয়েব কন্টেন্টের মাধ্যমে ডিভাইসে ক্ষতিকর কোড প্রেরণের সম্ভাবনাকে প্রতিহত করবে। সুতরাং বহিঃশত্রু ও বিভিন্ন হানিকারক ম্যালওয়্যারের থেকে নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখতে সমস্ত অ্যাপল ব্যবহারকারীর এই আপডেট ডাউনলোডের ব্যাপারে যত্নবান হওয়া উচিত।

নয়া iOS ও iPadOS 14.4.1 আপডেট ডাউনলোডের জন্য বেশী কসরত করার কোন প্রয়োজন নেই। এক্ষেত্রে নির্বাচিত ডিভাইসের মালিকেরা ডিভাইসের সেটিংস বিকল্প থেকে এটি ডাউনলোড করতে পারেন। এজন্য তাকে ধাপে ধাপে (Settings > General > Software Update) অগ্রসর হতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন