Samsung Galaxy S21 Ultra ফোনে থাকবে ১০৮ এমপি ক্যামেরা, ফাঁস সমস্ত ফিচার

আগামী বছরের শুরুতেই বাজারে আসবে Samsung Galaxy S21 সিরিজ। এই ফ্ল্যাগশিপ সিরিজে তিনটি ফোন থাকবে – Galaxy S21, Galaxy S21+, এবং Galaxy S21 Ultra। কযেকদিন আগেই এই সিরিজের গ্যালাক্সি এস ২১ ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। এর আগে গ্যালাক্সি এস ২১ প্লাস ফোনের স্পেসিফিকেশনও সামনে এসেছিল। এবার Galaxy S21 Ultra ফোনের মুখ্য স্পেসিফিকেশনও জানা গেল। এই ফোনে পাবেন ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy S21 Ultra এর স্পেসিফিকেশন ফাঁস হল

জনপ্রিয় Ishan Agarwal জানিয়েছেন, গ্যালাক্সি এস ২১ আলট্রা ফোনে থাকবে ৬.৮ ইঞ্চি Dynamic AMOLED ডিসপ্লে। এর ডিসপ্লে রেজোলিউশন হবে Quad HD+ অথবা 2K। আবার এর রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এই ফোনের ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। একই ধরণের ডিসপ্লে Galaxy S21+ ফোনেও থাকবে বলে জানা গেছে।

এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এতে থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি। আবার Galaxy S21 Ultra ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫। যদিও কয়েকটি দেশে ফোনটি এক্সিনস ২১০০ প্রসেসরের সাথে আসতে পারে।

আবার এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। যদিও অন্য ক্যামেরাগুলি সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাইমারি ক্যামেরা দিয়ে ২৪০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। আবার ফোনটির সেলফির ক্যামেরা ৪০ মেগাপিক্সেল। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড OneUI ৩.০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে।