সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন? কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

লকডাউন অনেকটা শিথিল হলেও দেশে করোনার প্রকোপ এখনও কাটেনি। সেই কারনে বাইরে বার হতে এখনও ভয় পাচ্ছে অনেক মানুষ। এই পরিস্থিতিতে বাইরে যাতায়াতের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে নিজস্ব যান। তবে বহু মানুষের কাছেই নতুন বাইক কেনার জন্য যথেষ্ট টাকা থাকেনা। তখন উপায় বলতে কেবল সেকেন্ড হ্যান্ড বাইক। আজ এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আপনার অবশ্যই জানা জরুরী।


কেনার আগের প্রস্তুতি –

প্রথমত আপনার নিজেকে ভাবতে হবে যে কি ধরনের বাইক আপনার পছন্দ অর্থাৎ কি ধরনের ফিচার আপনি আপনার বাইকে চান। সেই হিসেবে একটু দেখে একটি লিস্ট বানিয়ে নিন। লিস্ট টি বানানোর জন্য আপনি অনলাইন ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এরপর নিজের প্রিয় বাইক কেনার আগে প্রয়োজন অনুসারে আপনি ফিচার এবং দাম তুলনা করতে পারবেন।

কোথা থেকে কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড বাইক –

সেকেন্ড হ্যান্ড বাইক আপনি ৩ ভাবে কিনতে পারবেন। যেমন- বাইক ব্রোকারের মাধ্যমে, অনলাইন প্ল্যার্টফর্ম থেকে অথবা সরাসরি মোটরসাইকেলের মালিকের সাথে যোগাযোগ করে।ব্রোকার আপনাকে বাইক দেখানো থেকে শুরু করে টেস্ট রাইড পর্যন্ত করাবে। তবে সেক্ষেত্রে কিছু টাকা আপনাকে ব্রোকারকেও দিতে হতে পারে। সেরমই অন্যদিকে, অনলাইনে আপনি বাইকের লোন পর্যন্ত পেয়ে যাবেন খুব সহজে।

বাইকের মালিকের সাথে কথা বলুন-

সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় সবচেয়ে প্রয়োজনীয় স্টেপ হল মালিকের সাথে সরাসরি কথা বলা। আপনি তার থেকে জানুন যে তিনি কেন বাইকটি বিক্রি করছেন। বাইকের মালিকের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন বাইকটি কতটা চলেছে যা আপনাকে মাইলেজ, সার্ভিস সম্পর্কে কিছু টা ঈঙ্গিত দেবে।

বাইকটি সম্পর্কে সম্পূর্ন জানুন –

সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আপনার উচিৎ সেই বাইক সম্পর্কে সম্পূর্ন রিসার্চ করা। যদি আপনার মনে বাইকটি সম্পর্কে কোনো প্রশ্ন এসে থাকে। তবে বাইকটির মালিককে তা অবশ্যই জিজ্ঞেস করুন। এছাড়া বাইকটিকে ভালো করে চেক করুন । ভালো করে দেখুন যে বাইকটিতে কোনো সমস্যা আছে কি না।

সঠিক কাগজ –

সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় সবচেয়ে জরুরী যে বিষয়টি আপনার দেখা উচিৎ, সেটি হল বাইকটির সঠিক কাগজ। এছাড়াও জানার চেষ্টা করুন যে বাইকটি অথবা বাইকটির মালিকের ওপর কোনো ধরনের কেস আছে নাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *