Xiaomi 14 সিরিজ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে, কবে বাজারে আসবে জেনে নিন

গত বছর ডিসেম্বরে, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ Xiaomi 13 এবং Xiaomi 13 Pro লঞ্চ হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, বর্তমানে প্রজন্মের মতোই Xiaomi 14 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিও চলতি বছরের শেষে আত্মপ্রকাশ করবে। জল্পনা বাড়িয়ে এবার এবার Xiaomi 14 এবং 14 Pro তাদের মডেল নম্বর সহ আইএমইআই ডেটাবেসে উপস্থিত হয়েছে। যথারীতি উভয় ফোনের মডেল নম্বর তাদের লঞ্চের সময়সীমা প্রকাশ করেছে।

Xiaomi 14 সিরিজ IMEI ডেটাবেসে উপস্থিত হল

জিএসএমচায়না জানিয়েছে যে, 23127PN0CC / 23127PN0CG এবং 23116PN5BC / 23116PN5BG মডেল নম্বর সহ দুটি নতুন ডিভাইস আইএমইআই ডেটাবেসে উপস্থিত হয়েছে৷ সেগুলি যথাক্রমে শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো বলে দাবি করা হয়েছে। “C” দিয়ে শেষ হওয়া মডেল নম্বরগুলি হল চীনা ভ্যারিয়েন্ট এবং শেষে “G” লেখা নম্বরগুলি হল গ্লোবাল ভার্সন৷ আর মডেল দুটির 2312 এবং 2311 নম্বর ইঙ্গিত দেয় যে শাওমি ১৪ সিরিজ চীনে নভেম্বর বা ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। আর শাওমি ১৪ এবং ১৪ প্রো কয়েক মাস পরে বিশ্ব বাজারে পা রাখবে।

আবার শোনা যাচ্ছে, শাওমি ১৪ সিরিজে শাওমি ১৪ আল্ট্রা মডেলও আসবে। যেহেতু, ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তাই মনে হচ্ছে এটি ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে চীনে লঞ্চ হতে পারে। শাওমি ১৪, ১৪ প্রো এবং ১৪ আল্ট্রা-তে পরবর্তী প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে, যা এ বছরের নভেম্বরে আত্মপ্রকাশ হতে পারে।

উল্লেখ্য, একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, Xiaomi 14 Pro মডেলটি ফ্ল্যাট এবং কার্ভড-এজ স্ক্রিন ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনটির পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রাইমারি লেন্সটি ১-ইঞ্চি সনি আইএমএক্স হতে পারে। এর ক্যামেরা সেটআপে একটি পেরিস্কোপ জুম সেন্সরও থাকবে বলে আশা করা হচ্ছে। Xiaomi 14 Pro-এর ফ্রন্ট ক্যামেরাটি ৪কে (4K) ভিডিও রেকর্ডিং সাপোর্ট করতে পারে। এই ফোনটির দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।