Dimensity Edition-এ আসছে OnePlus এর নয়া ফোন, লঞ্চের আগেই ডিসপ্লের ডিজাইন প্রকাশ্যে

ওয়ানপ্লাস সম্প্রতি তাদের OnePlus 11 সিরিজের স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ করেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড মডেলের সাথে অন্তর্ভুক্ত রয়েছে OnePlus 11R 5G, যা চীনে একই সময়ে লঞ্চ হওয়া OnePlus Ace 2 একটি রিব্র্যান্ডেড সংস্করণ। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি চীনে OnePlus Ace 2 Dimensity Edition লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন লঞ্চের আগেই, এক জনপ্রিয় চীনা টিপস্টার অনলাইনে এই আপকামিং হ্যান্ডসেটটির একটি পোস্টার শেয়ার করেছেন, যা এর ডিজাইন সম্পর্কে আভাস দিচ্ছে। আসুন তাহলে এই ফাঁস হওয়া পোস্টারটি OnePlus Ace 2 Dimensity Edition-এর কোন কোন দিক তুলে ধরেছে, দেখে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus Ace 2 Dimensity Edition-এর ডিজাইন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টারটি নতুন ওয়ানপ্লাস এস২ ডাইমেনসিটি এডিশন-এর ফ্রন্ট প্যানেলে ডিজাইনটি প্রকাশ করেছে। এই ইমেজটি থেকে জানা যাচ্ছে যে, আসন্ন এস ২ ডাইমেনসিটি এডিশন-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট স্ক্রিন অবস্থান করবে। ওয়ানপ্লাস ডিভাইসটির বেজেলগুলিকে আরও স্লিম করবে, যার ফলে এর স্ক্রিন-টু-বডি অনুপাত বেড়ে যাবে। তবে ফাঁস হওয়া পোস্টারটি সামনের প্যানেলের ডিজাইন ছাড়া, এর রিয়ার প্যানেল বা পাশের অংশগুলি প্রদর্শন করেনি।

শোনা যাচ্ছে যে, ওয়ানপ্লাস চীনে আগামী মাসে এস ২-এর ডাইমেনসিটি এডিশনটি লঞ্চ করতে পারে। এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটেও লঞ্চ করা হতে পারে, তবে ওয়ানপ্লাস ১১ সিরিজের অধীনে নয়। কেননা ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা ওয়ানপ্লাস ১১ লাইনআপের অধীনে আর কোনও ফোন লঞ্চ করবে না। বলা হচ্ছে যে, ওয়ানপ্লাস সম্ভবত এস ২-এর স্ন্যাপড্রাগন সংস্করণ থেকে আলাদা করতে ডাইমেনসিটি এডিশনের প্রাইমারি ক্যামেরা এবং ফাস্ট চার্জিংয়ের ক্ষমতা কমিয়ে দেবে।

জানিয়ে রাখি, এর আগে ওই একই টিপস্টার দাবি করেছিলেন যে, OnePlus Ace 2 Dimensity Edition-এ ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। এর স্ক্রিনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে। ওয়ানপ্লাস সম্ভবত স্মার্টফোনটিকে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেটের সাথে বাজারে আনবে। এই প্রসেসরটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফোনটি চীনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩ (Color OS 13) ইউজার ইন্টারফেসে চলবে। সম্প্রতি, স্মার্টফোনটিকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি খুব শীঘ্রই চীনা বাজারে লঞ্চ হতে পারে। ৩সি তালিকাটি প্রকাশ করেছে যে, Ace 2 Dimensity Edition-টির মডেল নম্বর PHP110 এবং এটি ৮০ ওয়াট চার্জার সহ আসবে।

আবার পূর্ববর্তী রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2 Dimensity Edition-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৭৯ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪এম প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের গ্যালাক্সিকোর জিসি০২এম ম্যাক্রো সেন্সর যুক্ত থাকবে। আর সেলফির জন্য, ডিসপ্লের সামনের পাঞ্চ-হোলে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Ace 2 Dimensity Edition-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস স্মার্টফোনটিকে অন্য নামে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত এর নাম OnePlus Ace 2 Racing Edition হবে। বর্তমানে, এই স্মার্টফোনটিকে OnePlus Ace 2 Dimensity Edition নামে ডাকা হচ্ছে। আশা করা যায়, ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটিকে টিজ করার পরেই এর আনুষ্ঠানিক নাম জানা যাবে। এমনও শোনা যাচ্ছে যে, ওয়ানপ্লাস গ্লোবাল মার্কেটে এই মডেলটিকে OnePlus Nord 3 হিসাবে স্মার্টফোনটিকে রিব্র্যান্ড করবে।