এক রিচার্জে চলবে তিনটি সিম, Vodafone Idea আনল আনলিমিটেড কল ও ডেটা প্ল্যান

অন্যান্য নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে এবং গ্রাহক-বেসকে আকৃষ্ট করতে, Vodafone Idea ওরফে Vi সম্প্রতি ২টি নতুন প্ল্যান চালু করার ঘোষণা করলো। Vi এর এই নয়া রিচার্জ প্যাকগুলির নাম ‘ফ্যামিলি প্ল্যান’ (Family Plan) দেওয়া হয়েছে। এরূপ নামকরণের কারণ হল, এই প্ল্যানগুলির অধীনে ব্যবহারকারীরা সর্বাধিক তিনটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। একইসাথে, সংযুক্ত প্রত্যেকটি ডিভাইসেই আনলিমিটেড ভয়েস কল, ডেটা এবং এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। সর্বোপরি উইকেন্ড ডেটা রোল ওভার এবং OTT অ্যাপের অ্যাক্সেসও অফার করা হবে। অর্থাৎ একটি রিচার্জের টাকায় একাধিক ডিভাইসে বিভিন্ন টেলিকম পরিষেবা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে আপনাকে প্রথমে কোনো অর্থপ্রদান করতে হবে না। কেননা, এগুলি হল পোস্টপেইড প্ল্যান। আসুন Vodafone Idea -এর নতুন পোস্টপেইড প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

২টি নতুন Family Plan চালু করলো Vodafone Idea

ভোডাফোন বা ভিআই সম্প্রতি তাদের পোর্টফোলিওতে দুটি নতুন ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান সংযুক্ত করলো। এই নয়া প্ল্যানগুলির দাম ৬৯৯ টাকা এবং ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। ভোডাফোনের নয়া পোস্টপেইড প্ল্যানের বিশদ নিম্নরূপ :

Vi ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান : ৬৯৯ টাকার প্ল্যানের অধীনে সর্বাধিক দুটি ডিভাইসকে কানেক্ট করা যাবে। এই প্ল্যানে, আনলিমিটেড ভয়েস কলিং, ৪০ জিবি ডেটা এবং প্রতিমাসে ৩,০০০টি ফ্রি এসএমএস অফার করা হবে। জানিয়ে দিই, প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ডিভাইসেই, স্বতন্ত্রভাবে ৪০ জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ, মোট ৮০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া, ওটিটি (OTT) অ্যাপের অ্যাক্সেস এবং ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও সামিল থাকছে প্ল্যানে। এক্ষেত্রে, ব্যবহারকারীরা Zee5 অ্যাপের প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্সেস করতে পারবেন।

Vi ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: ফ্যামিলি প্ল্যানের অধীনে আসা আরেক রিচার্জ প্যাকের দাম ৯৯৯ টাকা রাখা হয়েছে। এই প্ল্যানের অধীনে মোট তিনটি ডিভাইস কানেক্ট করা যাবে। বেসিক বেনিফিট হিসাবে ব্যবহারকারীরা, আনলিমিটেড ভয়েস কল, ২২০ জিবি ডেটা এবং প্রতিমাসে ৩,০০০টি ফ্রি এসএমএস পেয়ে যাবেন। এক্ষেত্রে জানিয়ে দিই, সংযুক্ত তিনটি ডিভাইস মিলে মোট ২২০ জিবি অফার করা হচ্ছে। অর্থাৎ, প্রাইমারি ডিভাইসে ১৪০ জিবি এবং অন্য দুটি সেকেন্ডারি ডিভাইসের ক্ষেত্রে স্বতন্ত্র ভাবে ৪০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। অতএব, এই পোস্টপেইড প্ল্যানটি কিনলে, অতিরিক্ত ডেটার পাশাপাশি অধিক ডিভাইসও কানেক্ট করতে পারবেন আপনারা।