অ্যাক্টিভার দামে 151 কিমি মাইলেজের স্কুটার, ডিসেম্বরে 20,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Ola

ভারতে ইভি টু-হুইলারের জগতে স্বনামধন্য নাম ওলা ইলেকট্রিক (Ola Electric)। ক্রেতাদের জন্য একের পর এক অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ই স্কুটার নিয়ে এসেছে তারা। এবার বর্ষশেষের আগেই ফাটাফাটি ডিসকাউন্ট নিয়ে হাজির ওলা। সংস্থাটি তাদের লেটেস্ট মডেল S1 X+ এর দাম এক ঝটকায় ২০,০০০ টাকা কমিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারটির দাম ১,০৯,৯৯৯ টাকা হলেও ডিসেম্বর ডিসকাউন্টের কল্যাণে তা কমে দাঁড়াল ৮৯,৯৯৯ টাকা (এক্স শোরুম মূল্য)। ফলে দেশের বেস্ট সেলিং স্কুটি অ্যাক্টিভার প্রাইস রেঞ্জে চলে এল এটি।

Ola S1 X+ ইলেকট্রিক স্কুটারে 20,000 টাকা ছাড়

এই ডিসকাউন্ট প্রসঙ্গে সংস্থার চিফ মার্কেটিং অফিসার অংশুল খান্ডেলওয়াল জানিয়েছেন, “গত নভেম্বরে ৩০,০০০ মডেল বিক্রি করে ইলেকট্রিক স্কুটারের জগতে এক নতুন রেকর্ড স্থাপন করেছে ওলা ইলেকট্রিক। অতি দ্রুত পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার ঘটাতে এবং সকল গ্রাহককে এই দুনিয়ায় নিয়ে আসতে Ola S1 X+ কে সাথে নিয়ে আজ নতুন রাস্তায় চলা শুরু করলাম আমরা।”

তিনি যোগ করেন, পেট্রোল চালিত স্কুটারের সমান মূল্যে বাজারে উপলব্ধ হওয়া Ola S1 X+ এবার আক্ষরিক অর্থেই আমাদের সংকল্প (#EndICEAge) পূরণে সাহায্য করবে। আমাদের বৈদ্যুতিক স্কুটারের বিশাল সম্ভার এবং তার আকর্ষণীয় মূল্য থাকার দৌলতে গ্রাহকদের পেট্রল স্কুটার কেনার সমস্ত প্রয়োজনীয়তা শেষ হয়ে গেল বলেই আমরা আশাবাদী।

Ola S1 X+: ব্যাটারি ও রেঞ্জ

S1 X+ এর মধ্যে শক্তিভান্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জে প্রায় ১৫১ কিমি পথ পাড়ি দিতে সাহায্য করে। তবে ওলার দাবি, বাস্তবিক ক্ষেত্রে ইকো মোডে এই স্কুটার ১২৫ কিমি/চার্জ এবং নরমাল মোডে ১০০ কিমি/চার্জ রেঞ্জ মিলবে।

Ola S1 X+: মোটর ও গতিবেগ

Ola S1 X+ তে হাব মাউন্টেড ইলেকট্রিক মোটর চালিকা শক্তি সরবরাহ করে। সাধারণভাবে এই মোটর ২.৭ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারলেও সর্বোচ্চ পাওয়ার আউটপুট হয় ৬ কিলোওয়াট। টপ স্পিড ঘন্টা প্রতি ৯০ কিমি। মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই ০-৪০কিমি/ঘণ্টা এবং ৫.৫ সেকেন্ডের মধ্যেই ০-৬০কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করার সামর্থ্য রয়েছে। এছাড়াও এই স্কুটারের থাকছে স্পোর্টস মোড। এতে পারফরম্যান্স সর্বোচ্চ হলেও রাইডিং রেঞ্জ কমে আসবে।

Ola S1 X+: ফিচার্স

ওলা ইলেকট্রিকের এই বৈদ্যুতিক স্কুটারে ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এলইডি লাইটিং, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, রিভার্স মোড, রিমোটের মাধ্যমে বুট খোলার অপশন এবং জিপিএস নেভিগেশন উপলব্ধ। স্কুটারটি ওটিএ (OTA) আপডেট এবং ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে।