শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Redmi Note 9 4G, ভারতে আসবে Redmi Note 9 Power নামে

কয়েকদিন আগেই Redmi তার ঘরেলু মার্কেটে লঞ্চ করেছে Redmi Note 9 সিরিজ। এই সিরিজে তিনটি ফোন আছে Redmi Note 9 5G, Redmi Note 9 Pro 5G ও Redmi Note 9 4G। এদের মধ্যে Redmi Note 9 4G ফোনটির গ্লোবাল লঞ্চের জন্য শাওমি প্রস্তুতি শুরু করে দিল। Redmi Note 9 4G ফোনটি এবার ECC এর সার্টিফিকেশন পেয়েছে বলে জানা গেছে। এমনকি ফোনটিকে গুগল প্লে কনসোলেও দেখা গেছে। ভারতে এই ফোনের নাম হতে পারে Redmi Note 9 Power।

ECC তে Redmi Note 9 4G ফোনের সার্টিফিকেশন পাওয়ার বিষয়টি জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা সর্বপ্রথম টুইট করে জানান। Redmi অবশ্য ফোনটির গ্লোবাল লঞ্চ নিয়ে এখনও কিছু বলে নি। তবে বিভিন্ন সাইটে যেভাবে ফোনটিকে দেখা যাচ্ছে তাতে চীনের বাইরে এর লঞ্চ যে আসন্ন তা নিশ্চিতভাবে বলা যায়। উল্লেখ্য, Redmi Note 9 সিরিজের আরও একটি ফোন Redmi Note 9 5G গ্লোবাল মার্কেটে Redmi Note 9T নামে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে থাইল্যান্ডের NTBC সার্টিফিকেশন সাইটে ফোনটি শংসাপত্রও লাভ করেছে।

Redmi Note 9 4G এর স্পেসিফিকেশন

রেডমি নোট ৯ ৪জি ফোনে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রটেকশানযুক্ত ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে। Redmi Note 9 4G ফোনটি চলবে ২.০ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসরে। এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বৃদ্ধি করার অপশনও রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ নির্ভর এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেম আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাশে অবস্থিত।

ফটোগ্রাফির জন্য রেডমি নোট নাইন ৪জি ফোনে আছে ৪৮+২+২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে ২২.৫ ওয়াট চার্জিং কেবল উপলব্ধ। ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ফোন চার্জ দেওয়া যাবে।