Amazon-এর চমক! ফের লোভনীয় ছাড়ে মিলছে এই 50MP ক্যামেরার 5G ফোন, 20 হাজারেই কাজ মিটে যাবে

ভারতের বাজারে ক্রমবর্ধমান স্মার্টফোন ব্র্যান্ডগুলির নাম করতে গেলে iQOO, সেই তালিকায় উঠে আসবেই। Vivo-র এক সময়ের এই সাথীটির মিড-রেঞ্জার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে দেশের বহু ক্রেতারই পছন্দ। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, আর আপনারও চয়েস লিস্টে থাকে iQOO ব্র্যান্ডটি, তাহলে আপনার জন্যে আজ রয়েছে দুর্দান্ত একটি অফারের সন্ধান। আসলে এই কোম্পানি কয়েক সপ্তাহ আগে তাদের নতুন স্মার্টফোন iQOO Neo 9 Pro লঞ্চ করায় এর তুলনামূলক ‘পুরোনো’ iQOO Neo 7 Pro মডেলটির দাম অনেকটাই কমে যায়। আবার এখন Amazon India এই ফোনে এমন আকর্ষণীয় লিমিটেড-টাইম ডিল দিচ্ছে, যাতে করে ৪০ হাজার টাকার বেশি MRP হলেও এটি এখন অর্ধেক দামে কেনা যেতে পারে। মানে আপনি এখন ২০ হাজার টাকার কাছাকাছি খরচ করে iQOO Neo 7 Pro স্মার্টফোনটি হাতে পেয়ে যাবেন – ফিচার বলতে পাবেন 5G কানেক্টিভিটি থেকে শুরু করে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ডেকা-কোর প্রসেসর, AMOLED ডিসপ্লে ইত্যাদি।

দারুণ সস্তা হয়ে গেছে iQOO Neo 7 Pro 5G ফোন, দেখুন দাম

আইকো নিও ৭ প্রো-এর ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪২,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে অ্যামাজন ফোনটিকে ২১% ডিসকাউন্টে ৩৩,৯৯৯ টাকায় বেচছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে হাজার টাকা থেকে ২,০৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

এছাড়াও, আপনি যদি এই হ্যান্ডসেটটি কেনার সময় নিজের পুরোনো কোনো স্মার্টফোন পাল্টে নেন, তাহলে ৩২,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। মানে সব মিলিয়ে এটির দাম দাঁড়াবে ২০,০০০ টাকার কাছাকাছিতে। আর আপনার কোনো অসুবিধা থাকলে নো-কস্ট ইএমআই স্কিম কাজে লাগাতে পারেন – এর মাসিক কিস্তি শুরু হচ্ছে ১,৬৪৮ টাকা থেকে।

iQOO Neo 7 Pro-এর স্পেসিফিকেশন

iQOO Neo 7 Pro ফোনে গ্লাস ডিজাইনের সাথে ১২০ হার্টজ ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ডেকা-কোর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ গেমিং প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। আবার পাওয়ার ব্যাকআপের এই ডিভাইসে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।