Yamaha R7 ভয় পেয়ে যাবে, এই চাইনিজ স্পোর্টস বাইক সব দিক থেকেই অদ্বিতীয়

সম্প্রতি চীনের এক টু-হুইলার নির্মাতা জেডি মোটরস (Jedi Motors) সম্প্রতি তাদের ডিলারদের সঙ্গে করা এক ব্যক্তিগত অনুষ্ঠানে Vision 750 নামক একটি সুপারবাইক থেকে পর্দা সরিয়েছে। প্রকৃতপক্ষে এই বাইকটির পরিকল্পনার কথা গত বছরই প্রকাশ্যে আনে এই সংস্থা। তখন তাদের ডিলারদের এর প্রায় সম্পূর্ণ এক মডেলের ধারণা দেওয়া হয়। আর এবার লঞ্চ হওয়া নতুন বাইকটি বহুলাংশেই সেই ধারণার বাস্তবায়িত রূপ।

চীনা সংস্থা মানেই আন্তর্জাতিক বাজারের মডেলের অনুকরণ- পৃথিবীবাসীর মনে গেঁথে থাকা এই “মিথ” এবার ভাঙতে চলেছে। জেডি মটরস এতদিনের এই ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে, আর এক্ষেত্রে ভিশন ৭৫০ই তাদের “ট্রাম্প কার্ড”। বাইকটির সামনে থাকা সাইড প্যানেলযুক্ত একজোড়া শার্প ফেসিয়া প্রকৃতপক্ষেই ফিউচারিস্টিক ডিজাইনের সোপান। এ যেনো বৃহদাকার চেহারার সঙ্গে শার্প লুকের “ককটেল”।

বাইকটির ইঞ্জিনেও রয়েছে চমকের ছোঁয়া। ৭৩০ সিসির লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত ভিশন ৭৫০। ইঞ্জিনটি সর্বোচ্চ ৮১.৫ পিএস শক্তি ও ৬০.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই প্রসঙ্গে বলা ভালো জাপানের একটি সুপারস্পোর্ট বাইক Yamaha R7 এর ইঞ্জিনের আউটপুট যথাক্রমে ৭৩.৪ পিএস ও ৬৭এনএম।

প্রসঙ্গত ভিশন ৭৫০ এর ইঞ্জিনটির প্রস্তুতকারক প্রখ্যাত সুইডেনের সংস্থা Suter। এই সংস্থা বাইকটির কাস্ট অ্যালোয় ফ্রেম তৈরি করতেও সাহায্য করেছে। সাসপেনশনের জন্য বাইকটির সামনে আপ-সাইড-ডাউন ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। সাথে আছে Brembo এর ব্রেকিং ক্যালিপার।

ভিশন ৭৫০ এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, টিএফটি ডিসপ্লে, টায়ার প্রেসার মনিটর, ফুয়েল লেভেল, টেম্পারেচার, সময় এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর। এছাড়াও আগের মাসে লঞ্চ করা এর নিও-রেট্রো ন্যাকেড সংস্করণটির মতোই এই বাইকেও ডুয়েল চ্যানেল এবিএস ও রাইডিং মোড দেওয়া রয়েছে।

বাইটির দামের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পরিবেশন করা হয়নি। আর ভারতে আসার ব্যাপারে কোনরকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এই বাইকটির প্রায় সমতুল্য Kawasaki Ninja 650 ও Honda CB 650R বাইক দুটি ভারতের বাজারে উপলব্ধ।