iQoo Z6 Lite 5G আসছে নয়া Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাথে, ফাঁস আরও ফিচার

সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড iQOO ঘোষনা করেছে যে, আগামী ১৪ সেপ্টেম্বর Z6 সিরিজের লেটেস্ট ডিভাইস হিসেবে ভারতের বাজারে পা রাখতে চলেছে iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি। এই ফোনের একটি মাইক্রো সাইট ও ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ লাইভ হয়েছে। আর এবার এক টিপস্টার iQOO Z6 Lite 5G-এর কিছু মূল স্পেসিফিকেশন শেয়ার করেছেন। জানা যাচ্ছে, এই আসন্ন হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক Funtouch OS 12 কাস্টম স্কিনে চলবে। এছাড়া টিপস্টার জানিয়েছেন যে, Z6 Lite 5G কমপক্ষে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। চলুন আসন্ন লঞ্চের আগে এই নয়া আইকো হ্যান্ডসেটটির সম্পর্কে যা যা তথ্য সামনে এল, তা জেনে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Z6 Lite 5G-এর স্পেসিফিকেশন

টিপস্টার অভিষেক যাদব (@yabhishekd) আসন্ন আইকো জেড৬ লাইট ৫জি থেকে নেওয়া একটি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন, যা এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। স্ক্রিনশট অনুসারে, হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার সাথে কমপক্ষে ৬ জিবি র‌্যাম এবং কমপক্ষে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। এছাড়াও স্ক্রিনশটটি প্রকাশ করেছে যে, আইকো জেড৬ লাইট ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

প্রসঙ্গত, আসন্ন আইকো জেড৬ লাইট ৫জি-এর জন্য অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট সম্প্রতি লাইভ হয়েছে, যা এর লঞ্চের তারিখ এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, ফোনটি আগামী ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে৷ এতে “ডুয়েল ৫জি এক্সপেরিয়েন্স” মিলবে বলেও মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে জেড৬ লাইট ৫জি ডুয়েল-সিম ৫জি হ্যান্ডসেট হবে৷ কোম্পানি এখনও ভারতে এর মূল্য সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি।

তবে মাইক্রোসাইট অনুসারে, iQOO Z6 Lite 5G-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি টাচস্ক্রিন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া, ফোনটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে, যার নামটি কোম্পানি আগামীকাল, ৭ সেপ্টেম্বর নিশ্চিত করবে। আর ক্যামেরা স্পেসিফিকেশনের পাশাপাশি Z6 Lite 5G সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আগামী ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, iQOO Z6 Lite 5G-এর মাইক্রোসাইটটি ফোনটির ছবিও শেয়ার করেছে, যা এর ডিজাইনের আভাস দিয়েছে। হ্যান্ডসেটটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার এআই ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সেটআপটি একটি সামান্য প্রসারিত ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হবে। আর iQOO Z6 Lite 5G-এর ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার ড্রপ-স্টাইল নচ দেখা যাবে।