Free Fire Advance Server: OB42 আপডেট সবার আগে পেতে এখান থেকে রেজিস্ট্রেশন করুন

শীঘ্রই Garena Free Fire OB42 আপডেটের জন্য আলাদা টেস্টিং সার্ভার রিলিজ করা হবে

Garena Free Fire তাদের নতুন ভার্সন OB42 আপডেট খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে। গেমাররা ইতিমধ্যেই এই আপডেট পাওয়ার জন্য উৎসাহ দেখাতে শুরু করেছে। উল্লেখ্য, Garena-র তরফে Advance Server অফার করা হয়, যাকে টেস্টিং সার্ভারও বলা হয়। এই সার্ভারের মাধ্যমে কিছু গেমার আপকামিং আপডেটের স্বাদ পায়। এবারও তার ব্যতিক্রম হবে না। শীঘ্রই Garena Free Fire OB42 আপডেটের জন্য আলাদা টেস্টিং সার্ভার রিলিজ করা হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে Free Fire Advance Server ডাউনলোড করা যাবে।

Free Fire Advance Server (ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এপিকে ডাউনলোড)

Garena Free Fire ডেভেলপাররা সাধারণত প্রতি দুমাস অন্তর নতুন আপডেট নিয়ে আসে। এর মাধ্যমে আরো উন্নত গেমপ্লে এক্সপেরিয়েন্স অফার করা যায়। আর নতুন আপডেটের দু-সপ্তাহ আগে এটি পরীক্ষার জন্য অ্যাডভান্স সার্ভারে চলে আসে। আশা করা হচ্ছে অক্টোবরের ১৩ তারিখে Free Fire OB42 আপডেট অ্যাডভান্স সার্ভারে চলে আসবে।

Free Fire Advance Server Registration (ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন)

ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ব্যবহার করার জন্য ১৬ সংখ্যার কোডের প্রয়োজন হয়। অর্থাৎ Garena Free Fire OB42 Advance Server ব্যবহার করার জন্য কোডের প্রয়োজন হবে। আর এরজন্য রেজিস্ট্রেশন প্রয়োজন। এই রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে। আসুন Free Fire Advance Server এর জন্য রেজিস্ট্রেশন কীভাবে করবেন জেনে নেওয়া যাক।

  • এরজন্য প্রথমে Free Fire Advance Server https://ff-advance.ff.garena.com/ সাইটে যেতে হবে।
  • এরপর ফেসবুক বা গুগল আইডি দিয়ে লগইন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • তারপর Free Fire Advance Server Apk ডাউনলোড করা যাবে।