iPhone 15 Pro Max: বিশ্বের সবচেয়ে পাতলা বেজেল! নতুন রেকর্ড গড়তে পারে আইফোন ১৫

ফুল স্ক্রিন ইউজার এক্সপেরিয়েন্সের যুগে যখন বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা পাঞ্চ-হোল কাট-আউট, আন্ডার-ডিসপ্লে ক্যামেরা বা সরু বেজেল ব্যবহার করছে, সেখানে দীর্ঘদিন অ্যাপল (Apple) তাদের ফ্ল্যাগশিপ iPhone মডেলগুলিতে পুরু বেজেল এবং বক্সি নচ ডিজাইন বজায় রেখেছিল। তবে মার্কিন কোম্পানিটি ধীরে ধীরে মোটা বেজেল কমানো শুরু করেছে এবং লেটেস্ট iPhone 14 সিরিজটি মূলত ফুল স্ক্রিন অভিজ্ঞতা প্রদান করে।

তবে, এখন একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে আসন্ন iPhone 15 সিরিজের টপ-এন্ড Pro Max মডেলের বেজে আরও কমবে এবং এতে এখনও পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা সবচেয়ে পাতলা বেজেল যুক্ত ডিসপ্লে থাকবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 15 Pro Max আসতে পারে বিশ্বের সবচেয়ে স্লিম বেজেল যুক্ত ডিসপ্লে সহ

টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলটি শুধুমাত্র ১.৫৫ মিলিমিটারের আকর্ষণীয় স্লিম বেজেলের সাথে আসবে, যা বর্তমান আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর ২.১৭ মিলিমিটারের বেজেলের থেকে অনেকটাই পাতলা৷ এটি একটি স্মার্টফোনে থাকা সবচেয়ে স্লিম বেজেলের জন্য নতুন রেকর্ড গড়বে। বর্তমানে এই খেতাবটি ১.৮১ মিলিমিটারের বেজেল সহ শাওমি ১৩-এর কাছে রয়েছে। তুলনামূলকভাবে, স্যামসাং গ্যালাক্সি এস২২ এবং এস২৩-এর বেজেলগুলির পরিমাপ প্রায় ১.৯৫ মিলিমিটার।

যদিও, আইস ইউনিভার্স বিশেষভাবে iPhone 15 সিরিজের Pro Max মডেলের কথা উল্লেখ করেছেন, তবে সম্প্রতি ফাঁস হওয়া রেন্ডারগুলি iPhone 15 Pro-তেও পাতলা বেজেল থাকবে বলে ইঙ্গিত করেছে। দুটি ফোনেই তাদের পূর্বসূরির মতো একটি কেন্দ্রীভূত পিল-আকৃতির পাঞ্চ হোল কাটআউট সহ ডায়নামিক আইল্যান্ড ডিজাইন দেখা যাবে। তবে, এই ডিজাইনটি নন-প্রো মডেল অর্থাৎ iPhone 15 এবং 15 Plus-এও ব্যবহৃত হতে পারে। এগুলিতে একটি ডায়নামিক আইল্যান্ডও দেখা যেতে পারে, তবে প্রোমোশন এবং অলওয়েজ অন ডিসপ্লে (AOD)-এর মতো ফিচারগুলির অভাব থাকবে৷