সারা ভারতেই 5G, 5000 শহরে পরিষেবা পৌঁছে দিতে চায় Airtel

লক্ষ্য যথাসম্ভব শীঘ্র ভারতীয় ইউজারদের কাছে পরপ্রজন্মের 5G পরিষেবার আস্বাদ পৌঁছে দেওয়া। সেজন্য ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের প্রায় ৫,০০০ শহরে 5G নেটওয়ার্ক রোলআউট করতে বদ্ধপরিকর ভারতী (Bharati) গ্রুপের অধীনস্থ টেলকো এয়ারটেল (Airtel)। সম্প্রতি সংস্থার এমডি (MD) গোপাল ভিত্তল স্বয়ং একথা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে সর্বভারতীয় ভাবে 5G রোলআউটের দৌড়ে প্রবল প্রতিদ্বন্দ্বী জিও (Reliance Jio) -র তুলনায় Airtel কিছুটা ধীরগতিতে এগোবে বলেই মনে করা হচ্ছে। যদিও টেলকোর এমডি (MD) ভিত্তল সাফ জানিয়েছেন যে, দেশবাসীকে 5G ব্যবস্থার সাথে পরিচয় করানোর ক্ষেত্রে তারা অগ্রণী হিসেবেই কাজ করবেন।

জুন কোয়ার্টারে রেকর্ড আয়, গত বছরের চেয়ে ৪৬৭ শতাংশ মুনাফা বাড়ালো Airtel

অবগতির জন্য জানিয়ে রাখা জরুরি, সদ্য এয়ারটেলের কোয়ার্টার ভিত্তিক আয়ের হিসেব সামনে এসেছে। দেখা গেছে, চলতি বছরের জুন কোয়ার্টারে এয়ারটেল বার্ষিক ৪৬৭ শতাংশেরও বেশি মুনাফা বাড়িয়েছে, যা অসাধারণ বললেও কম বলা হয়! সত্যি বলতে, ইউজার প্রতি ডেটা খরচ বৃদ্ধি, 4G পরিষেবার অাওতায় ব্যাপক সংখ্যক নতুন উপভোক্তার অন্তর্ভুক্তি ও সর্বোপরি ট্যারিফ মাশুলের বর্ধিত হার – এসব কিছু মিলিয়েই এয়ারটেলের আয় পূর্বের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে টেলকোর ইউজার পিছু গড় আয়ও পূর্বের চেয়ে উন্নত হয়েছে।

উপরোক্ত পরিসংখ্যান সামনে আসার ঠিক পরের দিনই Airtel এমডি, গোপাল ভিত্তল জানান যে 5G পরিষেবাকে কেন্দ্র করে সৃষ্ট প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে তারা তৈরি। একইসাথে তার বক্তব্য, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে তাদের সংস্থা দেশের সবক’টি প্রধান শহর ও গ্রামীণ এলাকায় 5G ব্যবস্থা চালু করতে সমর্থ হবে।

এখানেই না থেমে ভিত্তল এদিন আসন্ন 5G ব্যবস্থাকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা ও প্রত্যাশার আরো কতগুলি ক্ষেত্র সম্পর্কেও আলোচনা করেন। তার দাবি, 5G ব্যবস্থার হাত ধরে এয়ারটেল সারা দেশব্যাপী আরো অজস্র উৎকৃষ্ট ইউজার সংগ্রহে সফল হবে। তাছাড়া ব্যাপক মুনাফা বৃদ্ধির সুবাদে তারা ক্যাপেক্স স্তর উন্নত করার সাথে নেটওয়ার্ক আপগ্রেডেশনেও অনেক বেশি টাকা বরাদ্দ করতে পারবেন বলে ভিত্তল উল্লেখ করেন।