iPhone SE 3, iPad Air কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে, শুরু হল গণ উৎপাদন

অ্যাপল (Apple) তাদের প্রথা অনুযায়ী প্রতিবছর তিনটি লঞ্চ ইভেন্টের আয়োজন করে। এগুলি হল মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত স্প্রিং লঞ্চ ইভেন্ট (Spring launch event), জুন মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) এবং সেপ্টেম্বর বা অক্টোবরে বহু প্রতীক্ষিত ফল লঞ্চ ইভেন্ট (Fall launch event)। এগুলির মধ্যে অ্যাপলের স্প্রিং লঞ্চ ইভেন্ট, তাদের ফ্ল্যাগশিপ ফল ইভেন্টগুলির মতো ততটাও আকর্ষণীয় না হলেও, মার্কিন সংস্থাটি এই সময়ই ব্যবহারকারীদের জন্য Apple Airtag এবং iPhone SE লাইনআপের মতো সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলি লঞ্চ করে থাকে৷ সেক্ষেত্রে জল্পনা চলছে, চলতি বছরের স্প্রিং লঞ্চ ইভেন্টেই অ্যাপল নতুন iPhone SE (3rd generation) স্মার্টফোনটি এবং iPad Air (5th generation) ট্যাবলেটটি একসাথে উন্মোচন করবে। পাশাপাশি জাপানের এক টেক প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, এই দুটি ডিভাইসের গণ (মাস) উৎপাদন শুরু করে দিয়েছে মার্কিন সংস্থাটি।

শুরু হয়ে গেল iPhone SE 3 ও iPad Air 5- এর গণ উৎপাদন

এশিয়ান প্রযুক্তি সরবরাহ চেইন ম্যানুফ্যাকচারারদের সাথে সংযুক্ত টেক প্ল্যাটফর্ম মাকোটাকারা (Macotakara) তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে যে, আইফোন এসসি ৩ এবং আইপ্যাড এয়ার ৫ ডিভাইস দুটির ডিজাইন চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে এবং নির্দিষ্ট অঞ্চলে উভয় ডিভাইসেরই গণ উৎপাদন শুরু হয়েছে। মাকোটাকারা তাদের পোস্টে আসন্ন আইফোন এসসি ৩-এর বেশ কিছু বিবরণও সামনে এনেছে। জানা গেছে, আসন্ন আইফোন এসই ৩ মডেলে এর পূর্বসূরি আইফোন এসসি ২-এর মতো একই রকম কমপ্যাক্ট হাউজিং দেখা যাবে। এছাড়া ফোনের গ্লাস এবং অ্যালুমিনিয়ামের চ্যাসিসগুলিও অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

তবে তাৎপর্যপূর্ণভাবে iPhone SE 3 ফোনে চার্জিংয়ের জন্য ম্যাগসেফ (MagSafe) সাপোর্ট থাকবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিবর্তে, ডিভাইসটিতে iPhone 8 স্মার্টফোনে ব্যবহৃত কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে। প্রসঙ্গত, আইফোন ব্যবহারকারীদের আরও দ্রুত এবং আরও নির্ভরযোগ্য ওয়্যারলেস চার্জিং অফার করার জন্য iPhone 12 সিরিজে প্রথম ম্যাগসেফ সাপোর্ট চালু করা হয়েছিল এবং তারপর থেকে অ্যাপলের লঞ্চ করা প্রতিটি আইফোনে এই বৈশিষ্ট্য দেখা গেছে।

উল্লেখ্য, আসন্ন iPhone SE 3-এর প্রধান আপগ্রেড দেখা যাবে এর পারফরম্যান্সে। এই ফোনটি ৫জি কানেক্টিভিটি সাপোর্ট সহ আসবে এবং এটি অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে, যা লেটেস্ট iPhone 13 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে ব্যবহার করা হয়েছে।