OnePlus 9 ও OnePlus 9 Pro ফোন ব্যবহারকারী সাবধান, OxygenOS 12 আপডেট করতেই একাধিক সমস্যা

চলতি বছরের সেপ্টেম্বর Google অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Android 12 অপারেটিং সিস্টেম লঞ্চ করে। সর্বপ্রথম গুগলের পিক্সেল ডিভাইসে এই ওএস-এর আপডেট আসে। এরপর বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নিজস্ব ওএস (OS) বাজারে নিয়ে আসতে শুরু করে। সম্প্রতি, OnePlus তাদের OnePlus 9 সিরিজের ফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক OxygenOS 12 রোল আউট করেছে। আর তাতেই বেঁধেছে বিপত্তি। ব্যবহারকারীদের অভিযোগ, নতুন আপডেটের পর তারা নানান অসুবিধার মুখে পড়ছে। পাশাপাশি এই আপডেটের পর বেশ কিছু পরিচিত ফাংশন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অনেক ইউজার অসন্তোষ প্রকাশ করেছে।

OnePlus 9 সিরিজে OxygenOS 12 রোল আউট হতেই বিপত্তি

Oneplus 9 ও Oneplus 9 Pro ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্যার কথা জানিয়েছেন। এখনও অবধি উঠে আসা অভিযোগগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে UI অসঙ্গতি, দুর্বল অ্যানিমেশন এর মতো আপাত ছোটখাটো গোলোযোগ, তেমনই রয়েছে ধীর ওয়াই-ফাই (Wi-Fi) গতি এবং কল করা ও ধরার কার্যকারিতা হারানোর মতো গুরুতর সমস্যাও। শুধু তাই নয়, এর পাশাপাশি, আপডেটটি ইনস্টল করার পরপরই ব্যবহারকারীরা আর তাদের ব্যক্তিগত পৃথক আইকনটি পরিবর্তন করতে পারছেন না বলে জানা গিয়েছে। এছাড়াও, গুগল ফিড অক্ষম করার এবং স্ট্যাটাস বারটি কাস্টমাইজ করার অপশনগুলিকে রাতারাতি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্টেবল ভার্সন বাজারে চালু হওয়ার আগে পর্যন্ত অক্সিজেনওএস ১২ এর একাধিক বিটা ভার্সন টেস্ট করা হয়েছে। সেদিক থেকে বিবেচনা করে দেখলে, OS -টির এমন খারাপ পারফরম্যান্স কেবল দুর্ভাগ্যজনকই নয়, চূড়ান্ত অপ্রত্যাশিতও বটে।

OxygenOS 12 আপডেটের বিশেষত্ব

Parallel Apps ফিচারটির নাম পরিবর্তন করে ‘অ্যাপ ক্লোনার’ (App Cloner) করা হয়েছে এবং এটি সেটিংস অপশনে পাওয়া যাবে।

এখন থেকে ‘ডু নট ডিসটার্ব’ আইকনটি খুঁজে পেতে হলে আপনাকে প্রথমে ‘সেটিংস’ এর আওতায় থাকা ‘সাউন্ড এবং ভাইব্রেশন’ অপশনে যেতে হবে, এবং সেখান থেকেই ‘ডু নট ডিসটার্ব’ অপশনটি পাওয়া যাবে।

‘স্টোরেজ’ এবং ‘সিস্টেম আপডেটগুলি’ কেও ‘অ্যাবাউট ফোন’ সেকশনে সরানো হয়েছে। ‘সিস্টেম আপডেট’ এর নাম পরিবর্তন করে ‘আপ টু ডেট’ রাখা হয়েছে।

আবার ‘ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট’ আইকনটিকে ‘সেটিংস’ এর ‘সেফটি এবং ইমার্জেন্সি’র আওতায় নিয়ে আসা হয়েছে।

এছাড়াও, ডেটা ব্যবহার ম্যানেজ করতে চাইলে আপনাকে প্রথমে ‘সেটিংস’, সেখান থেকে ‘মোবাইল নেটওয়ার্ক’, তারপর ‘ডেটা ইউজেস’ এবং সবশেষে সেখান থেকে ‘ডেটা স্টোর’ অপশনটিতে যেতে হবে।

একইভাবে, উচ্চারণের ধরনের রং পাল্টাতে চাইলে আপনাকে ‘সেটিংস’ থেকে ‘পার্সোনাইলেজশন’ (Personalization)- এবং সেখান থেকে ‘কালারস্’ অপশনটিতে যেতে হবে।