এখন দারুণ সস্তা হয়ে গেছে Apple iPhone 14, কিনুন 40000 টাকার কমে, এই জায়গায় অফার মিলছে

সস্তায় লেটেস্ট আইফোন মডেল কেনার দারুণ সুযোগ, এখন iPhone 14 কিনলেই পাবেন কিছু না কিছু অফার।

ভালো ফোন ব্যবহার করার ইচ্ছে কার না থাকে, কিন্তু হাতের মুঠোয় যদি থাকে iPhone, তাহলে যে কারো মেজাজই পাল্টে যায়। সেক্ষেত্রে আপনিও যদি একজন iPhone প্রেমী হন এবং দীর্ঘ সময় ধরে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত একটি স্মার্টফোন কেনার কথা ভেবেও দামের কারণে সাধপূরণ না করতে পারেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সুখবর। এই মুহূর্তে লেটেস্ট Apple iPhone 14 মডেল অনলাইনে দারুণ ছাড়ে বিক্রি হচ্ছে। আপনি Amazon এবং Flipkart দুটি প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই এটি সস্তায় কিনতে পারবেন। শুধু তাই নয়, Croma বা Vijay Sales থেকেও বিশাল ছাড়ে খরিদ করা যাবে iPhone 14। মোট কথা হল, বর্তমানে যে অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকেই আপনি এই iPhone কিনুন না কেন, সাশ্রয় আপনার হবেই; কিন্তু কোন প্ল্যাটফর্মে ঠিক কতটা ছাড় পাওয়া যাবে? ভাববেন না, কারণ এখন বলব সেই কথাই।

অনলাইনে ব্যাপক ছাড়ে মিলছে iPhone 14, এমন সুযোগ বারবার পাবেননা!

১. iPhone 14-তে Amazon-এর অফার: আইফোন ১৪ মডেলের বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৭৯,৯০০ টাকা। কিন্তু এখন এই ফোনটি অ্যামাজনে ডিসকাউন্টসহ ৭১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন, আবার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ২২,৬৮৮ টাকা পর্যন্ত সাশ্রয় করা যেতে পারে।

২. iPhone 14-তে Flipkart-এর অফার: ফ্লিপকার্টে এই মুহূর্তে অ্যাপল আইফোন ১৪-র দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ টাকা (এটি Product Red ভ্যারিয়েন্টের মূল্য) থেকে। এক্ষেত্রে বেস মডেলটির ক্রেতারা পুরনো স্মার্টফোনের বিনিময়ে ২৯,২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে মিলবে আরও ৪,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়।

৩. iPhone 14-তে Croma-র অফার: এই প্ল্যাটফর্মে আলোচ্য আইফোনটি ৭১,৯৯৯ টাকায় উপলব্ধ। তবে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এখান থেকে হ্যান্ডসেটটি কিনলে, সাথে সাথে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

৪. iPhone 14-তে Vijay Sales-র অফার: বিজয় সেলসে আইফোন ১৪ মডেল ৭০,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। আর এখানেও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এক্সট্রা ৪,০০০ টাকা বাঁচানো যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপল স্টোর (Apple Store)-এ আইফোনটির দাম কিন্তু ৭৯,৯০০ টাকাই। এখান থেকে মডেলটি কিনলে কেবল এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের অফার অর্থাৎ ৪,০০০ টাকা ছাড়ের সুবিধা কাজে লাগানো যাবে।

iPhone 14-র স্পেসিফিকেশন

আইফোন ১৪-তে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটি এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর বহন করে, যার সাথে আছে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা। এই আইফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৩,২৭৯ এমএএইচ। আর ফটোগ্রাফির জন্য এতে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়াও এটি এইচডিআর ভিডিও, ৪কে (4K) রেকর্ডিং থেকে শুরু করে ৫জি (5G) কানেক্টিভিটির মত ফিচার বহন করবে।