নতুন iPhone 13 সিরিজে নয়া সমস্যা, মিউজিক প্লে করলে ক্র্যাশ করছে অ্যাপ

সদ্য কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপল (Apple)-এর ব্র্যান্ড নিউ আইফোন ১৩ (iPhone 13) সিরিজ। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলির বিক্রি শুরু হয়ে গিয়েছে এবং উচ্ছ্বসিত খরিদ্দারদের মধ্যে মডেলগুলি কেনার ব্যাপক চাহিদাও পরিলক্ষিত হচ্ছে। তবে তার মধ্যেই ফোনগুলির সম্পর্কে একাধিক অভিযোগের খবরও সামনে আসছে। সম্প্রতি কিছুদিন আগেই iPhone 13 Pro সিরিজের ফোনে ডিসপ্লে সমস্যা দেখা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এবার iPhone 13 ব্যবহারকারীরা এক নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

iPhone 13 ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, তাদের ডিভাইসে একটি বাগের উপস্থিতির কারণে মিউজিক প্লে করতে গেলেই Apple CarPlay ক্র্যাশ করে যাচ্ছে। অনেক ব্যবহারকারী Twitter এবং Apple Support Forum-এ এই বাগটির কথা রিপোর্ট করেছেন। কিছু ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে, তারা CarPlay-তে অন্যান্য অ্যাপ্লিকেশন, যেমন Google maps ব্যবহার করতে সক্ষম, কিন্তু সিস্টেমটি কেবল কোনো মিউজিক প্লে করার সময়ই ক্র্যাশ করছে। তবে বাগটি কেবলমাত্র নতুন আইফোনেই সীমাবদ্ধ বলে মনে করা হচ্ছে, কেননা কিছু পুরানো আইফোন ব্যবহারকারীরা জানিয়েছেন যে, তারা তাদের ডিভাইসে Apple CarPlay-এর মাধ্যমে মিউজিক প্লে করতে পারছেন।

iPhone 13 ফোনে মিউজিক প্লে করার সময় সমস্যা

এক ব্যবহারকারী অ্যাপল সাপোর্ট ফোরামে লিখেছেন যে, “আমার কাছে iOS 15 অপারেটিং সিস্টেম সহ একটি iPhone 12 ছিল, এবং সেটি সবদিক থেকে খুব ভালোভাবেই কাজ করছিল। তবে সম্প্রতি আমি iPhone 13-এ আপগ্রেড করেছি এবং এখন আমি যখন Spotify বা Apple Music ব্যবহার করছি, তখন CarPlay ব্যবহার করে মিউজিক প্লে করতে পারছি না। আমার একটি 2018 Audi আছে এবং আমি CarPlay-র সাথে কানেক্ট করার জন্য লাইটিং ব্যবহার করি। যখনই আমি Spotify বা Apple Music ব্যবহার করে কোনো গানে ক্লিক করি, তখন আমার CarPlay অ্যাপটি বন্ধ হয়ে যায়। তবে আমি যখন Google maps বা Apple podcasts ব্যবহার করি, তখন CarPlay ঠিকঠাক কাজ করে এবং বন্ধ হয় না; কিন্তু কোনো গানে ক্লিক করার সাথে সাথে Apple CarPlay শাট ডাউন হয়ে যায়।”

তবে এই সমস্যার একটি সমাধানও রয়েছে। কিছু ইউজাররা দাবি করেছেন যে, Apple Music সেটিংসের মধ্যে ‘Late Night’ টগল টার্ন অফ করলে এই সমস্যাটির সমাধান করা সম্ভব হচ্ছে। আবার কিছু ইউজার জানিয়েছেন যে, তাদের ডিভাইসে সমস্ত নেটওয়ার্ক সেটিংস রিস্টোর করে এই সমস্যার সমাধান করা গেছে। আশা করা হচ্ছে যে, আসন্ন iOS আপডেটে Apple এই সমস্যার পুরোপুরি সমাধান করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন