Hyundai জ্বালানি তেলের খরচবৃদ্ধি থেকে রেহাই দিতে নতুন CNG গাড়ি লঞ্চ করল, মাইলেজ 28 কিমি

Hyundai বিকল্প জ্বালানির গাড়ির চাহিদা বাড়তে দেখে Grand i10 NIOS Asta CNG ভারতীয় বাজারে লঞ্চ করল। সিএনজি পরিচালিত গাড়িটির দাম রাখা হয়েছে ৮.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। পেট্রোল ভেরিয়েন্টের তুলনায় এই ভ্যারিয়েন্টের মুল্য প্রায় ৯২,০০০ টাকা বেশি। উল্লেখ্য, Asta ছাড়াও Grand i10 NIOS Magna ও Sportz সিএনজি ভ্যারিয়েন্টে উপলব্ধ। যাদের দাম যথাক্রমে ৭.১৬ লক্ষ এবং ৭.৭০ টাকা (এক্স-শোরুম)।

ফিচারের নিরিখে Hyundai Grand i10 NIOS Asta CNG এর সাথে তার অন্যান্য ভ্যারিয়েন্টগুলির খুব একটা পার্থক্য নেই। সেগুলির মতো এতেও পুশ স্টার্ট/স্টপ বাটন, অ্যাডজাস্টেবল রিয়ার হেডরেস্ট, রিয়ার ওয়াশার/ওয়াইপার, ক্রোম ফিনিশিং (ব্যাক), এবং পার্কিং লিভার টিপ লক্ষ্য করা যায়।

Hyundai Grand i10 NIOS Asta সিএনজি হ্যাচব্যাকের কেবিনের ভিতরে থাকছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে সহ একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ৫.৩-ইঞ্চি সেমি-ডিজিটাল মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, ভয়েস রিকগনিশন, আর্কামিস সাউন্ড সিস্টেম, অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, একটি কুলড গ্লভ বক্স-সহ আরও অনেক কিছু।

Hyundai Grand i10 NIOS Asta CNG এর ইঞ্জিন থেকে ৬৮ বিএইচপি ক্ষমতা এবং ৯৫.২ এনএম টর্ক পাওয়া যাবে। এর সাথে ফাইভ-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে বলেই জানা গিয়েছে। তবে গাড়িটির পেট্রোল ভ্যারিয়েন্টের তুলনায় সিএনজি ভার্সন কম পাওয়ার এবং টর্ক উৎপন্ন করবে। প্রতি কেজিতে ২৮ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে‌। উল্লেখ্য, চলতি মাসে দেখানোর পর আগামী ৪ আগস্ট হুন্ডাই তাদের Tuscon এসইউভির নতুন প্রজন্মের মডেল লঞ্চ করবে। এটাই ভারতে তাদের প্রথম অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) প্রযুক্তির গাড়ি।