Vivo S12 স্মার্টফোন সিরিজের সাথে ২২ ডিসেম্বর আসছে Vivo Watch 2, থাকবে ই-সিম সাপোর্ট

Vivo Watch 2 আগামী ২২ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। সম্প্রতি সংস্থার তরফে তাদের নতুন স্মার্টওয়াচের আগমনের দিন নিশ্চিত করা হয়েছে। তবে লঞ্চের আগে আজ থেকেই শুরু হয়ে গেছে এর রিজার্ভেশন। যদিও এখনো পর্যন্ত সংস্থাটি স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে অনুমান করা হচ্ছে Vivo Watch 2 তার পূর্বসূরীর থেকে আরো উন্নততর ব্যাটারি সাথে আসবে এবং এতে ই-সিম সাপোর্ট করবে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৪৪ এমএম এবং ৪৬ এমএম – ভিন্ন দুটি ডায়াল সাইজের সাথে আত্মপ্রকাশ করেছিল ভিভো ওয়াচ। এবার জনসমক্ষে আসতে চলেছে সংস্থার নতুন স্মার্টওয়াচটি। ওই একই দিনে Vivo S12 স্মার্টফোন সিরিজও লঞ্চ হতে পারে।

সম্প্রতি, চিনা মাইক্রোব্লগিং সাইট, উইবো-তে টিপস্টার হোয়াই ল্যাব ভিভো ওয়াচ ২ এর একটি ছবি ফাঁস করেছেন। এই ফাঁস হওয়া ছবিটি দেখে অনুমান করা যাচ্ছে, সার্কুলার ডিজাইনের আসন্ন স্মার্টওয়াচটি সিলিকন কিংবা লেদার স্ট্র্যাপ অপশনের সাথে আসছে। ছবিটি দেখে আরও বোঝা যাচ্ছে, এই স্মার্টওয়াচটিতে হার্ট মনিটার ও স্টেপ কাউন্টাররের সাথে একটি ইনবিল্ড জিপিএস থাকবে।

এছাড়া স্মার্টওয়াচে ই-সিম এবং ভয়েস কলিং সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভাল, ভিভোর পূর্ববর্তী স্মার্টওয়াচে এই ফিচারগুলি অনুপস্থিত ছিল।

টিপস্টার আরো জানিয়েছেন, ভিভো ওয়াচ ২ স্মার্টওয়াচের ব্যাটারি ক্যাপাসিটি ৫০১ এমএএইচ, যার ফলে এটি পূর্বসূরী তুলনায় আরও বেশি সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ডিজিটাল চ্যাট স্টেশন নামক আরেক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন, জল থেকে সুরক্ষা দিতে ভিভো ওয়াচ ২ ৫এটিএম রেটিং সহ এসেছে।

আগেই বলেছি, আগামী ২২ ডিসেম্বরের লঞ্চ ইভেন্টে Vivo Watch 2 স্মার্টওয়াচের পাশাপাশি Vivo S12 সিরিজের স্মার্টফোনগুলিও লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে, এই সিরিজের অধীনে Vivo S12 এবং Vivo S12 Pro স্মার্টফোন দুটি লঞ্চ করতে পারে টেক সংস্থাটি। এই দুটি হ্যান্ডসেটেই মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে।