মূল্যবৃদ্ধির আঁচ এবার স্মার্টফোনে, ভারতে Redmi Note 11 হ্যান্ডসেটের দাম বাড়ল

Redmi Note 11 ভারতে পা রেখেছে এক মাসও পেরোয়নি। তার মধ্যেই স্মার্টফোনটির দাম বাড়ানোর খবর সামনে এল। লঞ্চের সময় এ দেশে Redmi Note 11-এর দাম শুরু হয়েছিল ১৩,৪৯৯ টাকা থেকে‌। যা ডিভাইসটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি বেস ভ্যারিয়েন্টের মূল্য ছিল। কিন্তু, এখন অ্যামাজনে সেই দাম আপডেট করা হয়েছে।

Redmi Note 11 স্মার্টফোনের দাম বাড়ল

রেডমি নোট ১১-এর দাম ৫০০ টাকা বাড়িয়েছে শাওমি। নতুন মূল্য অ্যামাজনে ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ফলে এখন থেকে হ্যান্ডসেটটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে খরচ হবে ১৩,৯৯৯ টাকা।

উল্লেখ্য, প্রতিবেদন লেখার সময় শাওমির নিজস্ব এমআই স্টোরে ওই স্টোরেজ ভার্সনটি অনুপস্থিত ছিল‌। এবং সেখানে এবং অ্যামাজন, দু’জায়গাতেই রেডমি নোট ১১-এর ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য অপরিবর্তিত রয়েছে‌। অর্থাৎ শুধু একটি মেমরি ভ্যারিয়েন্টের দাম বেড়েছে।

Redmi Note 11 স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১১ ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪০০পিক্সেল) অ্যামোলেড ডট (পাঞ্চ-হোল) ডিসপ্লে‌। ডিভাইসটির অভ্যন্তরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১১ ফোনে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi Note 11-এর ব্যাক প্যানেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে– এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন