Komaki DT 3000 হাই-স্পিড ই-স্কুটার লঞ্চ হবে আগামীকাল, কেমন দাম, রেঞ্জ কীরকম, দেখুন

আগামীকাল অর্থাৎ ২৫ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে কোমাকি ডিটি ৩০০০ (Komaki DT 3000)। উচ্চগতির ব্যাটারি চালিত স্কুটারটি এ বছর সংস্থার তৃতীয় লঞ্চ। এর আগে রেঞ্জার (Ranger) নামে ইলেকট্রিক ক্রুজার বাইক ও একটি ইলেকট্রিক স্কুটার ভেনিস (Venice) নিয়ে এসেছিল Komaki। আসুন কী কী বিশেষ বৈশিষ্ট্য সহ Komaki DT 3000 লঞ্চ হতে চলেছে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

সংস্থাটি দাবি করেছে Komaki DT 3000 উচ্চগতির সাথে বাজারে হাজির হবে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ই-স্কুটার হিসাবে আত্মপ্রকাশ করবে৷ স্কুটারটির মূল আকর্ষণ হল রেঞ্জ। কোমাকি জানিয়েছে সম্পূর্ণ চার্জে এটি ২২০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। এই লম্বা রেঞ্জ DT 3000-কে এর প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে। আবার ইলেকট্রিক টু-হুইলারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি৷

কোমাকি ডিটি ৩০০০ একটি শক্তিশালী ৩ কিলোওয়াট বিএলডিসি মোটর সহ আসবে। আবার এতে থাকবে ৬৩ ভোল্ট ৫২ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম ব্যাটারি। ফিচারের তালিকায় দেখা মিলতে পারে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও অন্যান্য। জানা গিয়েছে, তিনটি রঙের বিকল্পে হাজির হবে স্কুটারটি। যদিও সংস্থার তরফে স্কুটারটির খুঁটিনাটি সম্পর্কে কোনও তথ্য এখনও খোলসা করা হয়নি।

অনুমান করা হচ্ছে কোমাকি ডিটি ৩০০০ এর দাম রাখা হতে পারে ১,১৫,০০০ টাকা (এক্স-শোরুম)। এর প্রতিদ্বন্দ্বী ই-স্কুটারগুলির মধ্যে রয়েছে Ola S1 Pro, Simple One এবং Eeve Soul। স্কুটারটির প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা (Gunjan Malhotra) বলেছেন, “গ্রাহকদের থেকে প্রবল ভালোবাসা পেয়ে আমরা পুনরায় তাঁদের হৃদয় জয় করতে চলেছি। এইবার তাঁরা এই সেগমেন্টে অতুলনীয় স্কুটার চালানোর জন্য গর্ববোধ করবেন।”