Sony Xperia Ace II বাজেট রেঞ্জে ৪ জিবি র‌্যামের সাথে বাজারে আসছে

Xperia Ace II নামে Sony নতুন স্মার্টফোনের কাজে হাত লাগিয়েছে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এটি ২০১৯-এ লঞ্চ হওয়া Xperia Ace-এর রিপ্লেসমেন্ট মডেল হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি Xperia Ace II-এর কেস রেন্ডার ফাঁস হয়ে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন, Sony Xperia সিরিজের আপকামিং স্মার্টফোনটি গুগল প্লে কনসোল লিস্টিংয়ে হাজির হল। ফলে Sony Xperia Ace II লঞ্চের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে ধরে নেওয়া যায়।

গুগল প্লে কনসোলের ডেটাবেস দেখে স্পষ্ট, Sony Xperia Ace II বাজেট স্মার্টফোনের মোড়কে বাজারে আসতে চলেছে। এটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ আসবে বলে জানা গিয়েছে।

আবার গুগল প্লে কনসোলে Xperia Ace II-এর ফ্রন্ট প্যানেলের ছবি দৃশ্যমান। স্মার্টফোনটির ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ এবং রেজোলিউশন এইচডি প্লাস (৭২০x১৪৯৬ পিক্সেল)। স্ক্রিনের পরিমাপ বা এতে কী ধরনের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। এছাড়াও, এটি গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় SO-41B মডেল নম্বর ও Xperia Ace II নামে লিস্টেড হয়েছে।

এদিকে কেস রেন্ডার সামনে আসার পর স্মার্টফোনটি শুধুমাত্র জাপানের জন্য এক্সক্লুসিভ হবে বলে গুঞ্জন চলছে। জাপানের টেলিকম সংস্থা ডোকোমো আগামী ১৯ মে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করছে। সেখানে Sony Xperia Ace II আত্মপ্রকাশ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন