6000mAh ব্যাটারির iQOO Z6X লঞ্চ হচ্ছে 25 আগস্ট, ফুল চার্জে 18 ঘন্টা টানা ভিডিও দেখা যাবে

আইকো (iQOO) গতবছর সেপ্টেম্বর মাসে উৎকৃষ্ট মানের পারফরম্যান্স ভিত্তিক iQOO Z5 স্মার্টফোন সিরিজটি হোম মার্কেট চীনে উন্মোচন করা হয়েছে। আর এখন চীনের বাজারে এর উত্তরসূরি Z6 লাইনআপের ডিভাইসগুলির লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থা। আইকো ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে স্ট্যান্ডার্ড iQOO Z6 মডেলটি লঞ্চ করবে। এটি Qualcomm Snapdragon 7 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, সম্ভবত এটি হবে Snapdragon 778G+ প্রসেসর। এই হ্যান্ডসেটটির সাথে আরেকটি হ্যান্ডসেট বাজারে আসবে, যার নাম iQOO Z6x। কোম্পানি আগামী ২৫ আগস্ট এই ফোনটি চীনে উন্মোচন করবে বলে নিশ্চিত করেছে। অফিসিয়াল লঞ্চের আগে, ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। iQOO Z6x একটি বিশাল ব্যাটারির সাথে আসবে। ফোনটি Z6 5G-এর মতো একই চার্জিং গতি অফার করবে বলে জানা গেছে। আসুন এখনও পর্যন্ত iQOO Z6x-এর স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য বিবরণ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

আইকো জেড৬এক্স-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Z6x Expected Specifications)

একটি টিজার পোস্টার প্রকাশ করে আইকো নিশ্চিত করেছে যে, আগামী ২৫ অগাস্ট আইকো জেড৬এক্স হ্যান্ডসেটটি চীনে করা লঞ্চ হবে। এটি চলতি বছরের শেষের দিকে ভারতের বাজারেও উন্মোচিত হতে পারে, তবে সঠিক লঞ্চের তারিখটি এখনও জানা যায়নি।

এদিকে আইকো নিশ্চিত করেছে যে, জেড৬এক্স বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত চীনে লঞ্চ হওয়া কোনও আইকো ফোনেই এই আকারের ব্যাটারি ব্যবহার করা হয়নি। কোম্পানি আরও প্রকাশ করেছে যে, ফোনটি একবার চার্জে ১৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক বা ১১৫ ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। এছাড়া এটি একক চার্জে প্রায় ১৮.৫ ঘন্টা নেভিগেশন সাপোর্টও অফার করবে। এর পাশাপাশি আইকো নিশ্চিত করেছে যে, ফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আবার টিজার পোস্টারটি প্রকাশ করেছে যে, ফোনটির নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট উপস্থিত থাকবে। নীচের প্রান্তে এই দুটি পোর্টের সাথে একটি মাইক্রোফোন এবং প্রাইমারি স্পিকার গ্রিলও দেখা যাবে। তবে iQOO Z6x ডুয়েল স্পিকার সহ আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া, ফোনের অন্যান্য বিবরণগুলিও আপাতত অজানাই রয়েছে। তবে, যেহেতু ফোনটি চলতি সপ্তাহের শেষেই চীনে লঞ্চ হতে চলেছে, তাই খুব শীঘ্রই এগুলির সম্পর্কে জানা যাবে বলে আশা করা যায়।