দারুণ খবর! Poco কোম্পানির এই সব ফোনে আসছে HyperOS আপডেট, লিস্ট দেখে নিন

গত ফেব্রুয়ারিতে ভারতে HyperOS সফটওয়্যার লঞ্চের পর, এবার শাওমি অধীনস্থ ব্র্যান্ড, পোকো (Poco India) এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে কয়েকটি নির্বাচিত পোকো ফোনে HyperOS আপডেট দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে৷ চলুন দেখে নিই, কোন কোন পোকো ফোন এই আপডেট পেতে চলেছে।

HyperOS আপডেট পাবে এই সব Poco ফোন

2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে হাইপারওএস আপডেট পেতে চলা পোকো ফোনগুলির মধ্যে রয়েছে –

Poco F4

Poco M4 Pro

Poco C65

Poco M6

Poco X6 Neo

অন্যদিকে, ইতিমধ্যেই হাইপারওএস সফটওয়্যারে আপডেট হওয়া ফোনগুলি হল –

Poco C55

Poco M5

Poco X5

Poco X5 Pro

Poco X6 Pro

Poco F5

Poco X6

Poco M4 5G

Poco M6 Pro

দ্বিতীয় ত্রৈমাসিকের রোলআউট প্ল্যানের মধ্যে একটি উল্লেখযোগ্য মডেল হল Poco X6 Neo 5G। এই মিড-রেঞ্জারটি গত মাসে বাজারে এসেছে। তবে আশ্চর্যজনকভাবে, এটি পুরোনো অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক মিইউআই 14 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়। HyperOS আপডেটটি নিঃসন্দেহে ডিভাইসটির ইউজার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে, যা MediaTek Dimensity 6080 প্রসেসর, উচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম অফার করে।

জানিয়ে রাখি, কেউ যদি ওপরে উল্লেখিত পোকো স্মার্টফোনগুলির মধ্যে একটিরও ইউজার হন এবং আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে তিনি তার ডিভাইসের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে ট্যাপ করে ‘সিস্টেম আপডেট’ বিকল্পটি সিলেক্ট করে আপডেটটি চেক করতে পারেন। শাওমি তাদের দীর্ঘদিনের MIUI ইন্টারফেসের পরিমার্জিত উত্তরসূরি হিসেবে এবছরের শুরুতে ভারতে HyperOS চালু করেছে। এই সফ্টওয়্যার ভার্সনটির লক্ষ্য হল পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং সুবিধাজনক ফিচারগুলির ওপর ফোকাস করার পাশাপাশি মসৃণ আরও ভালো ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করা।