OnePlus Nord 2 CE আগামী মাসেই ভারতে আসছে, তার আগেই ফাঁস দাম

ওয়ানপ্লাস বর্তমানে তাদের নর্ড সিরিজের নতুন স্মার্টফোন OnePlus Nord 2 CE- এর ওপর কাজ করছে বলে জানা গেছে। এই ফোনটির কোডনেম ইভান (Ivan) বলে ইতিমধ্যেই জানা গেছে। এছাড়া বিভিন্ন রিপোর্ট থেকে ফোনটির সম্পর্কে একাধিক তথ্যও সামনে এসেছে। জানা গেছে, নতুন ওয়ানপ্লাস ডিভাইসটি আগামী ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ বাজারে আত্মপ্রকাশ করতে পারে। তবে তার আগে এখন একটি নতুন রিপোর্ট থেকে প্রকাশ্যে এল OnePlus Nord 2 CE ফোনের দাম।

OnePlus Nord 2 CE- এর দাম প্রকাশ্যে এল

91mobiles- এর এই রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনের দাম রাখা হবে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে। সেক্ষেত্রে বলা যায়, নর্ড সিরিজের আরেক আসন্ন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ২টি-এর থেকে এর দাম কিছুটা কম হবে। কারণ এই ফোনটি আগামী এপ্রিল মাসে ৩০,০০০-৪০,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord 2 CE Expected Specifications)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির এইচডি+ AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ এবং এই ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 2 CE ফোনের ব্যাক প্যানেলে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা ইউনিট। যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে উপস্থিত থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য, OnePlus Nord 2 CE ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেটটি ব্যবহার করা হতে পারে। এই ফোনটি ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

এছাড়া, এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। OnePlus Nord 2 CE ব্ল্যাক এবং গ্রীন- এই দুই কালারে বাজারে উপলব্ধ হতে পারে।